বৃষ্টি-ধসে বিধ্বস্ত নেপাল, মৃতের সংখ্যা ছাড়াল ৬০

Must read

এবার বৃষ্টি-ধসে বিধ্বস্ত নেপাল (Nepal)। ৩৬ ঘণ্টারও বেশি লাগাতার বৃষ্টির জেরে বন্যা ও ভূমিধসে সোমবার মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ৬০। এরমধ্যে প্রায় ৬ জন বজ্রপাতে মারা গিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কোশি প্রদেশের ইলাম জেলা। উদ্ধারকার্য চালাচ্ছে নেপাল (Nepal) সেনা, পুলিশ ও সশস্ত্র বাহিনী। হেলিকপ্টারের সাহায্যে ইলাম জেলায় এক প্রসূতি মহিলা সহ চারজনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

আরও পড়ুন- কেন গ্রেফতার সোনম? কেন্দ্রকে সুপ্রিম-নোটিস

হড়পা বভান এবং ধসে গৃহহীন বহু। এখন বিপদসীমার উপর দিয়ে বইছে নেপালের কোশী, গণ্ডক, বাগমতীর মতো একাধিক নদী। আরও ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে প্রতিবেশী দেশের আবহাওয়া কর্তারা। ধসের কবলে এ দেশের বহু রাস্তা। পরিস্থিতি মোকাবিলায় সোম-মঙ্গলবার সরকারি অফিস, স্কুল-কলেজে ছুটি দেওয়া হয়েছে।

কোশী, মাদহেস, বাগমতি, গণ্ডকি ও লুম্বিনিতে প্রবল বর্ষণ হয়েছে। ব্যাপক বৃষ্টির জেরে শনিবার থেকে কাঠমাণ্ডুতে প্রবেশ ও বেরনোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বাগমতী ও পূর্ব রাপ্তি নদী সংলগ্ন এলাকায় লাল সতর্কতা জারি হয়েছে। আগামী তিনদিন সকলকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন আধিকারিকরা।

Latest article