প্রতিবেদন : তথাকথিতভাবে প্রকল্প কেন্দ্রের। সেই প্রকল্পের নাম রাজ্য সরকার দেবে তা নিয়ে গলা ফাটান বিজেপি নেতারা। এই অজুহাতে অনেক প্রকল্পের বরাদ্দ দীর্ঘদিন ধরে আটকেও রেখে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন কেন্দ্রীয় প্রকল্প হিসেবে পরিচিত এইসব প্রকল্পের অধিকাংশের খরচ বহন করতে হচ্ছে রাজ্যকেই। সেক্ষেত্রে কেন রাজ্য সরকার এই প্রকল্পের নামকরণ করতে পারবে না তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার বিধানসভায় এই প্রশ্নেই বিরোধী বিধায়কদের চেপে ধরলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। রীতিমতো পরিসংখ্যান দিয়ে তিনি হাটে হাঁড়ি ভেঙেছেন বিজেপির।
আরও পড়ুন-কোচবিহারকে সমৃদ্ধ শহর বানাতে একগুচ্ছ প্রকল্প
এদিন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের বাজেট আলোচনায় অংশ নিয়ে বিজেপির একাধিক সদস্য অভিযোগ করেন, নাগরিক পরিষেবার উন্নতিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের অবদানের কোনও উল্লেখ রাজ্য বাজেটে নেই। পুরমন্ত্রী তাঁর জবাবি ভাষণে পাল্টা পরিসংখ্যান পেশ করেন। তিনি বলেন, কেন্দ্রের অন্যতম ফ্ল্যাগশিপ নাগরিক প্রকল্প আমরুতের ৬০ শতাংশ খরচ রাজ্যকে বহন করতে হচ্ছে। কেন্দ্রের বহু বিজ্ঞাপিত হাউসিং ফর অল প্রকল্পের নাম বাংলার বাড়ি করার জন্য বরাদ্দ বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই প্রকল্পের ৫৭ শতাংশ খরচ রাজ্য সরকারই দেয়। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পেরও ৫৫ থেকে ৬০ শতাংশ খরচ বহন করছে রাজ্য সরকার। ফিরহাদ বলেন, টাকা দিচ্ছে বাংলার মানুষ। আর রাজ্যের নাম থাকলে অন্যায়! আসলে বাংলার নামেই ওদের এলার্জি রয়েছে।