মৃত ৬০ হাজার

Must read

গত এক মাসে করোনায় আক্রান্ত হয়ে চিনে (China- Coronavirus) প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই প্রথম জিনপিং প্রশাসন সরকারিভাবে সেদেশে এত মানুষের মৃত্যুর খবর স্বীকার করে নিল। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের অধীনস্থ ব্যুরো অব মেডিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান জিয়াও ইয়াহুই বলেছেন, ডিসেম্বরের ৮ তারিখ থেকে জানুয়ারির ১২ তারিখ পর্যন্ত করোনায় (China- Coronavirus) আক্রান্ত হয়ে ৫৯ হাজার ৯৩৮ জনের মৃত্যু হয়েছে। গত এক মাসে ৫ হাজার ৫০৩ জন করোনার কারণে শ্বাসযন্ত্র বন্ধ হয়ে মারা গিয়েছেন। আর বাকি ৫৪ হাজার ৪৩৫ জন করোনার পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন। যেসব করোনা রোগীর হাসপাতালে মৃত্যু হয়েছে, শুধু তাঁদের নিয়েই এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। তাই করোনায় মৃতের প্রকৃত সংখ্যাটা আরও অনেক বেশি হবেই বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-এনটিপিসি গো ব্যাক পোস্টার পড়ল জোশীমঠে

Latest article