সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। আর তারপরেই হাওয়া ঘুরেছে অসমে। সেখানেও পালে হাওয়া জোড়া ফুলের। বাংলার পর এবার ত্রিপুরার পাশাপাশি অসমও টার্গেট তৃণমূল কংগ্রেসের। সেই কাজে তৃণমূল কংগ্রেসের তুরুপের তাস সদ্য দলে যোগ দেওয়া সুস্মিতা দেব।
আরও পড়ুন-টেন্ডার দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, বিজেপি নেতা শ্যামাপ্রসাদ ঘনিষ্ঠের লকারে কোটি টাকার সোনা!
রবিবার, অসমের শিলচরে সুস্মিতার উপস্থিতি চলে তৃণমূল কংগ্রেসে যোগদান। রীতিমত ভিড় করে জোড়া ফুল শিবিরে যোগদানে প্রক্রিয়া চলে। শিলচরে সুস্মিতা হাত ধরে ৬০০ জন অন্যান্য দল থেকে তৃণমূল যোগ দেন। সুস্মিতা দেব তৃণমূলে যোগ দেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই অসমে দলে যোগদানের উৎসাহ বাড়ছে বলে মত নেতৃত্বের।
আরও পড়ুন-তৃণমূলে সক্রিয় হলেন শিখা মিত্র, ঘাসফুল শিবিরে আনুষ্ঠানিক যোগদান
ত্রিপুরাতেও সুস্মিতা দেবকে তৃণমূল কংগ্রেসের মুখ করার আবেদন জানিয়েছে সে রাজ্যের নেতৃত্ব। কারণ, উত্তর-পূর্বাঞ্চলে সুস্মিতার পরিচিতি। অসমে প্রবল জনপ্রিয় তিনি। দীর্ঘদিন মহিলা কংগ্রেস সভাপতির পদ সামলেছেন। এ হেন সুস্মিতা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরই অসমে কংগ্রেস ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে।