স্বাস্থ্যসাথীতে ১ বছরে ৬ হাজার অস্ত্রোপচার, ২০৯১ কোটির পরিষেবা দিল রাজ্য

স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্য সরকার ২০৯১ কোটি টাকার পরিষেবা দিল বিনামূল্যে। বিগত বছরে রাজ্যের ৬ হাজার রোগীর জটিল অস্ত্রোপচার হল এই প্রকল্পে।

Must read

প্রতিবেদন : স্বাস্থ্যসাথী (swasthyasathi) প্রকল্পে রাজ্য সরকার ২০৯১ কোটি টাকার পরিষেবা দিল বিনামূল্যে। বিগত বছরে রাজ্যের ৬ হাজার রোগীর জটিল অস্ত্রোপচার হল এই প্রকল্পে। কলকাতার বহু বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে জেলার হাসপাতাল-নার্সিংহোমেও কোটি কোটি টাকার স্বাস্থ্য-পরিষেবা পেয়েছেন সাধারণ মানুষ। সৌজন্যে রাজ্যের মা-মাটি মানুষের সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত স্বাস্থ্যসাথী প্রকল্পের সৌজন্যে জেলার প্রান্তিক মানুষেরাও অত্যাধুনিক চিকিৎসা পাচ্ছেন। প্রথম সারির হাসপাতালে চিকিৎসা করিয়ে স্বাস্থ্যসেবা লাভ করছেন। বিভিন্ন জেলা থেকে কলকাতার বহু বেসরকারি হাসপাতালে গিয়ে জটিল রোগ সারাচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষেরা।

আরও পড়ুন-দক্ষিণে তাপপ্রবাহ

স্বাস্থ্য দফতর সূত্রে পরিসংখ্যান দিয়ে জানানো হয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পে ছ’হাজার রোগী উপকৃত হয়েছেন বিগত বছরে। সবথেকে বেশি উপকৃত হয়েছেন মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানের মতো জেলাগুলি। রাজ্যের এই সাফল্যে মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ডে কোনও নার্সিংহোম বা হাসপাতাল চিকিৎসা করতে অস্বীকার করলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়। রোগীর পরিবারের লোকজনরা সরাসরি ফোন করে অভিযোগ জানাতে পারেন। রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য যে প্রকল্প চালু করেছেন, সেখানে সকল মানুষকে পরিষেবার আওতায় আনাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্যই আমাদের সাফল্যের চাবিকাঠি। এছাড়া অনেকে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করেও সুফল লাভ করেছেন। রোগীদের ফেরানো যাবে না বলে নার্সিংহোমগুলিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

Latest article