প্রতিবেদন : দেশে প্রতিবছর এক কোটি বেকারের কর্মসংস্থান করবেন, এমনই প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রের ক্ষমতা দখল করেছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু কর্মসংস্থান তো দূরের কথা বরং মোদি জমানায় ক্রমশই কাজ হারাচ্ছেন মানুষ। সাম্প্রতিক এক পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে শুধুমাত্র তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেই ৬০ হাজার কর্মী কাজ হারিয়েছেন (workers layoff)। কর্মচ্যুতরা সকলেই ছিলেন চুক্তিভিত্তিক কর্মী। ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় ২০২২-২৩ অর্থবর্ষে এ ধরনের ফ্লেক্সি কর্মী নিয়োগ ৭.৭ শতাংশ কমেছে। বিভিন্ন ক্ষেত্রে কর্মসংকোচন হলেও মোদি সরকারের মুখে কুলুপ এঁটে রয়েছে। তবে ম্যানুফ্যাকচারি, রিয়েল এবং লজিস্টিক সেক্টরে কর্মসঙ্কোচন ততটা উদ্বেগজনক হারে হয়নি। ইন্ডিয়ান স্টাফিং ফেডারেশনের সভাপতি লোহিত ভাটিয়া জানিয়েছেন, একাধিক কারণে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মসংকোচন হচ্ছে। বিশ্বব্যাপী আর্থিক মন্দা ছাড়াও রয়েছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবও। কিছুদিন আগেই জে পি মরগ্যানের একটি রিপোর্টে জানানো হয়েছিল, করোনাজনিত কারণে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যে উত্থান হয়েছিল তা অনেকটাই ধাক্কা খেতে চলেছে। কারণ করোনা পরিস্থিতি কেটে গিয়েছে। ভাটিয়া আরও জানিয়েছেন, মার্চে শেষ হওয়া ত্রৈমাসিকে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ ৬ শতাংশ কমেছে (workers layoff)। আগামী আরও কয়েকটি ত্রৈমাসিকে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সংখ্যা আরও কমবে বলে তাঁর আশঙ্কা। তবে শুধু তথ্যপ্রযুক্তি ক্ষেত্র নয়, মন্দার কারণে অন্যান্য ক্ষেত্রেও কর্মসংকোচনের সম্ভাবনা রয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজারেরও বেশি। কিন্তু ২০২২-২৩ অর্থবর্ষে সেই নিয়োগের সংখ্যা কমে হয় ১ লাখ ৭৭ হাজারের মতো।
আরও পড়ুন- রাজ্য সরকারের প্রশিক্ষণ কেন্দ্র থেকে UPSC-তে সফল ৭ পড়ুয়াকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর