বঙ্গ

শীঘ্রই আরও ৬২ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, নয়া উদ্যোগ রাজ্যের

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরও ৬২টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক (Industrial Park) গড়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্যে। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উত্তর ২৪ পরগনা জেলার এমএসএমই সিনার্জিতে রাজ্যের এই পরিকল্পনার কথা জানিয়েছেন মন্ত্রীরা। এই মর্মে শিল্পদ্যোগীদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। লক্ষ্য আরও বিনিয়োগ টানা। কর্মসংস্থান তৈরি করা। রাজ্য এ ব্যাপারে সমস্তরকম সহায়তার আশ্বাস দিয়েছে। জেলায় পাঁচ একরের উপর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক (Industrial Park) তৈরিতে বিনিয়োগকারীদের এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে রাজ্যের তরফে। রাজ্য সরকারের ডাকে সাড়া দিয়ে অনেক শিল্পোদ্যোগীই ওই জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরিতে আগ্রহী।

আরও পড়ুন- জেলা প্রশাসনের নানা আয়োজনে আরও রঙিন হবে গঙ্গাসাগর মেলা

বাংলা ক্ষুদ্রশিল্পে দেশে এক নম্বর স্থানে রয়েছে। এই জায়গা ধরে রাখতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর বিধানসভা কেন্দ্র খড়দহে একটি শিল্পতালুক তৈরির উদ্যোগ নেবেন বলেও ঘোষণা করেন। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতা আসার পরেই বদলে গিয়েছে বাংলা শিল্পের পরিবেশ। বিনিয়োগ আসছে, বাড়ছে কর্মসংস্থান। আসন্ন বাণিজ্য সম্মেলন নিয়ে বিশেষ আগ্রহ দেখিয়েছেন ৪২টি দেশের রাষ্ট্রদূত। ক্ষুদ্র শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, রাজ্যে আরও ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে। রাজ্যে ক্ষুদ্রশিল্পের জন্য ৫৮টি পার্ক রয়েছে। গড়ে তোলা হচ্ছে আরও ১২টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ১০টি পার্ক গড়ে তোলার আবেদন করেছেন শিল্পদ্যোগীরা। এসএআইপি স্কিমের অধীন আরও ৪০টি পার্ক তৈরি হচ্ছে। খিলকাপুর এবং মহিষবাথানে গার্মেন্টস পার্ক গড়ে উঠছে। উত্তর ২৪ পরগনা জেলায় বস্ত্র এবং সেনা বাহিনীর ব্যবহারের জন্য সামগ্রী তৈরির উদ্যোগও গ্রহণ করা হচ্ছে। হলে রাজ্যে আরও ৬২টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠবে শীঘ্রই। এই সিনার্জি থেকে ৪,১০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। এর ফলে জেলায় মোট বিনিয়োগ ৮,৫০০ কোটি টাকায় দাঁড়াবে। ১ লক্ষ ৫০ হাজার কর্মসংস্থান তৈরি হবে। ঘোলা ও গড় শ্যামনগরে ৫৭ একর জমিতে ১৫০ কোটি টাকা বিনিয়োগে ১৮০০ কর্মসংস্থান সৃষ্টি হবে। অশোকনগর ও বাণীপুরেও ৪৯ একর জমির উপর ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্কের পরিকাঠামো তৈরি হয়েছে। সেখানে ২৫ জন শিল্পদ্যোগীকে জমি দেওয়া হয়েছে। এই পার্ক দুটিতে ২১০ কোটি টাকার বিনিয়োগে ১৫০০ জনের কর্মসংস্থান হবে।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

1 hour ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago