মুখ্যমন্ত্রীর মুকুটে ৬৪টি হীরে : ব্রাত্য

সিপিএমের সময়কার অভিজ্ঞতা বর্ণনা করে জানান, তিনি ওই অঞ্চলে যখন নাটক করতে যেতেন, তখন প্রায়ই বোমা-গুলির শব্দ শোনা যেত।

Must read

সংবাদদাতা, তালডাংরা : ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে ৬৪টি হীরে ঝলমল করছে। যার কোনওটির নাম কন্যাশ্রী, কোনটির স্বাস্থ্যসাথী। অর্থনীতিবিদ অভিষেক বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নিম্ন আয়ের মানুষের হাতে অর্থের জোগান জরুরি। রাজ্য সরকার সেটাই করে চলেছে।’ তালডাংরার তৃণমূল প্রার্থী ফাল্গুনি সিংহ বাবুর সমর্থনে এক বিশাল জনসভায় বললেন মন্ত্রী ব্রাত্য বসু। কীভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ও তৃণমূলের নেতৃত্বাধীন রাজ্য সরকারের নীতিগুলি ২০১১ সাল থেকে জঙ্গলমহল, বিশেষ করে বাঁকুড়া অঞ্চলের বিপুল উন্নয়ন ঘটিয়েছে, তার উল্লেখ করেন। সিপিএমের সময়কার অভিজ্ঞতা বর্ণনা করে জানান, তিনি ওই অঞ্চলে যখন নাটক করতে যেতেন, তখন প্রায়ই বোমা-গুলির শব্দ শোনা যেত।

আরও পড়ুন-সকাল থেকেই প্রচারে সনৎ বিজেপিকে দুষলেন ফিরহাদ

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্দিষ্ট ছাত্রের পরিবর্তে অন্যের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়া প্রসঙ্গে বলেন, সমস্যার সমাধান হয়েছে, সবাই টাকা পাবে। তবে এই ঘটনায় যুক্ত কে তা প্রমাণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সমাবেশে বিপুল জনসমাগম ঘটে। যা থেকে স্পষ্ট মানুষের রায় ফাল্গুনির দিকেই যাচ্ছে। ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, জেলা সভাধিপতি অনসূয়া রায়, জেলা মহিলা সভানেত্রী বিশ্বরূপা সেনগুপ্ত, পুরপ্রধান অলকা সেন মজুমদার, আশিস চক্রবর্তী, তারাশঙ্কর রায়, কলকাতা থেকে আগত শিক্ষক নেতা প্রমুখ।

Latest article