তাপমাত্রা ৫২ ডিগ্রি! মাত্র ক’দিনেই হজযাত্রীদের মৃত্যুমিছিল সৌদিতে

Must read

প্রতিবেদন: তাপমাত্রার পারদ ইতিমধ্যে ৫২ ডিগ্রি ছুঁয়েছে। একইসঙ্গে মাত্রা ছাড়িয়েছে অস্বস্তিকর গরমের পরিস্থিতি। তাতেই মৃত্যুমিছিল সৌদি আরবে (Saudi Arabia)। চলতি মাসে হজে গিয়ে ৫৫০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব প্রশাসন। তবে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে বেশিভাগই মিশর থেকে এসেছিলেন বলে আরব বিদেশমন্ত্রক সূত্রে খবর। পাশাপাশি মৃতের তালিকায় রয়েছেন জর্ডনের বাসিন্দারাও। সৌদি আরবের আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মক্কার বড় মসজিদে সোমবার তাপমাত্রা ছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস। যাঁরা গরম সহ্য না করতে পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, তাঁদের অধিকাংশই মিশরীয়। ইতিমধ্যে ৩২৩ জন মিশরবাসীর মৃত্যু হয়েছে গরমে। এক কূটনীতিক জানান, তীব্র গরমের পাশাপাশি প্রবল ভিড়ের জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা‌। তবে ৩২৩ জন মিশরীয় ছাড়াও মৃতের তালিকায় ৬০ জন জর্ডনের নাগরিক রয়েছেন বলে খবর। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতের সংখ্যা ইতিমধ্যে ৬৪৫-এ পৌঁছে গিয়েছে। তবে স্থানীয় আল মুয়াইজেম হাসপাতালের মর্গ থেকে ৫৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তীর্থযাত্রীদের ছাতা ব্যবহার, অতিরিক্ত জলপান, দুপুরের রোদে না থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও হজযাত্রীদের অনেক রীতিনীতি আছে যা বাইরে করতে হয়। সেকারণেই রাস্তার ধারে অনেক হজযাত্রীকে নিথর অবস্থায় পাওয়া গিয়েছে। তবে গত ৩০ বছরে হজ যাত্রায় গিয়ে মৃত্যুর ঘটনা কম ঘটেনি। কখনও পদপিষ্ট হয়ে, কখনও তাঁবুতে আগুন লেগে বা পাথর ছোঁড়ার কারণে বহু হজযাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। উল্লেখ্য, এবছরের হজ যাত্রা শুরু হয়েছে গত শুক্রবার থেকে। তারপর থেকেই তাপমাত্রা হু হু করে বেড়েছে। শুক্রবার থেকে মঙ্গলবার ৫ দিন গড়াতেই ৫৫০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তাপপ্রবাহে এবারের হজযাত্রায় এখনও পর্যন্ত ৬৮ ভারতীয়ের মৃত্যু হয়েছে বলে খবর। প্রসঙ্গত, ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার থেকে হজযাত্রা শুরু হয়েছে সৌদি আরবে (Saudi Arabia)। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে বিধ্বস্ত গাজা ভূখণ্ডের মানুষ এবার হজযাত্রায় অংশ নিতে পারেনি। গাজা ভূখণ্ডে ইজরায়েলি সেনার হামলার কথা মাথায় রেখে হজে এবার নিরাপত্তার কড়াকড়ি করেছে সৌদি প্রশাসন। যুদ্ধের আবহে অশান্তি এড়াতে হজযাত্রীদের জন্য এবার একাধিক বিধিনিষেধ জারি করেছে সৌদির হজ এবং উমরা মন্ত্রক। তবে মাত্রাতিরিক্ত তাপপ্রবাহ আর হিটস্ট্রোকের হামলাতেই বিপর্যস্ত হয়ে উঠেছে এবারের হজযাত্রা।

আরও পড়ুন- গরমে পুড়ছে দিল্লি-নয়ডা, তীব্র তাপপ্রবাহে ৩ দিনে মৃত ১৫

Latest article