বিহারে ৬৫ লক্ষ নাম বাদ, তথ্য তলব সুপ্রিম কোর্টের

এসআইআরের নামে বিহারে ভোটের তালিকা থেকে ৬৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে! এবার সুপ্রিম-প্রশ্নের মুখে পড়ল নির্বাচন কমিশন।

Must read

প্রতিবেদন : এসআইআরের নামে বিহারে ভোটের তালিকা থেকে ৬৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে! এবার সুপ্রিম-প্রশ্নের মুখে পড়ল নির্বাচন কমিশন। বুধবার সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, কেন এত ভোটারের নাম বাদ দেওয়া হল, ভোটার তালিকা থেকে কারা বাদ পড়লেন? লিখিত আকারে কমিশনের কাছে তথ্য চাইল শীর্ষ আদালত। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস শীর্ষ আদালতে মামলা করেছে।

আরও পড়ুন-কিছুতেই বাংলার অসম্মান মানব না

তাদের অভিযোগ, বিহারে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। কিন্তু কারা বাদ পড়ল, তার বিবরণ দেয়নি নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলিও ওই বাদ-পড়া ভোটারের তালিকা পায়নি। মামলাকারীদের তরফে আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, ৩২ লক্ষ ভোটার স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন জানানো হচ্ছে। কিন্তু এ বিষয়ে অন্য কোনও বিবরণ দেওয়া হয়নি। ৬৫ লক্ষের মধ্যে কারা, কারা স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন? কারা মৃত, এইসব তথ্য প্রকাশ করা উচিত। এরপর বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া ও বিচারপতি এন কে সিংয়ের বেঞ্চ এই মর্মে কমিশনের ব্যাখ্যা তলব করেছে। কোন কোন রাজনৈতিক দলকে কী কী তথ্য দেওয়া হয়েছে সেটা আদালতকে লিখিত আকারে জানাক কমিশন। ১২ অগাস্ট মামলার পরবর্তী শুনানি। তার আগেই কমিশনকে জবাব দিতে হবে। বিচারপতি জয়মাল্য বাগচী জানান, কমিশন যে নথিগুলি চেয়েছে সেগুলি একটাও সম্পূর্ণ প্রামাণ্য নথি নয়। ভোটার তালিকায় যুক্ত হতে কেউ আধার আপলোড করলে তা কেন গ্রহণ করবে না কমিশন, প্রশ্ন তাঁর।

Latest article