প্রতিবেদন : ফলতা বিধানসভা এলাকায় ৫ দিন সেবাশ্রয় (Sebaashray) শিবির হয়ে গেল। ইতিমধ্যে ৬৫ হাজার মানুষ ৪০টি শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া সুস্বাস্থ্য শিবিরের পঞ্চম দিনে উপস্থিতির সংখ্যা ছিল ১৩,৪৯৩ জন। তাঁদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিভিন্নরকমের টেস্ট ও ওষুধ বিতরণ করা হয়। উন্নত চিকিৎসার জন্য অনেককে রেফার করা হয় বিভিন্ন হাসপাতালে। ফলতায় পাঁচদিনে মোট ৬৫,৩১১ জন মানুষ পরিষেবা পেয়েছেন। ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের (Sebaashray) সূচনা থেকে এদিন পর্যন্ত ৩,৪১,৫৪০ জন পরিষেবা পেলেন। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা এলাকায় ৭৫ দিন ধরে চলবে এই শিবির। তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সেবাশ্রয় শিবিরের পরিষেবা সংক্রান্ত পরিসংখ্যান দিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, আমরা প্রমাণ করেছি, আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী।
আরও পড়ুন- বান্দ্রার বাড়িতে ঢুকে ছুরিকাঘাত সইফকে, তারকার কাছে ১ কোটি দাবি হামলাকারীর