৬৮ কিমি ঝড় কলকাতায়, স্বস্তি রাজ্যজুড়ে

কালবৈশাখীর দাপট দেখেছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

Must read

বেশ কয়েকদিন ধরেই অস্বস্তিকর গরমের জেরে হাঁসফাঁস করছিল কলকাতা- (Kolkata) সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। অবশেষে আজ কলকাতা এবং দমদমে বিকেলে ঘণ্টায় ৬৮ কিলোমিটার বেগে ঝড় হয়েছে। কালবৈশাখীর দাপট দেখেছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

আরও পড়ুন-‘দায়িত্ব এড়াতে পারেন না মোদী-শাহ’ এগরাকাণ্ডে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ একাধিক জেলা থেকে গাছ ভেঙে পড়ার খবর ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। যদিও সারাদিনের ভ্যাপসা গরমের পর বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামায় স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

আরও পড়ুন-কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, ডেপুটি হচ্ছেন শিবকুমার, শপথ শনিবার

এই অবস্থায় আবহাওয়া দফতর জানায়, ‘আজ (১৮ মে) বিকেল পাঁচটায় আলিপুর আবহাওয়া দফতরের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিক থেকে একটি ঝড় অতিক্রম করেছে। যা এক মিনিট স্থায়ী ছিল। ঘণ্টায় বেগ ছিল ৬৮ কিলোমিটার। বিকেল ৫ টা ১৫ মিনিটে দমদমের উপর দিয়ে ঘণ্টায় ৬৮ কিমি বেগে ঝড় বয়ে গিয়েছে।’

 

Latest article