ভারতীয় সময় (Indian Time) অনুযায়ী আজ, ১৯ জুলাই, শুক্রবার উত্তর চিলির (Chile) ত্রিপল সীমান্তের কাছাকাছি আন্তোফাগাস্তা শহরে ৭.৩ মাত্রার ভূকম্পন (earthquake) অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা। মাটি থেকে ১২৬ কিলোমিটার গভীরে কম্পন সৃষ্টি হয়েছে। চিলি, বলিভিয়া ও আর্জেন্টিনা তিন দেশের সীমান্ত ওই এলাকায়। আজকের এই ঘটনায় কেঁপে উঠেছে দক্ষিণ পেরুও। তবে এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই।
আরও পড়ুন-সাতসকালে চিলিতে ভয়ঙ্কর ভূমিকম্প
জানা গিয়েছে, কম্পনের কেন্দ্রস্থল উপকূলীয় শহর আন্তোফাগাস্তা থেকে ১৬৪ মাইল (২৬৫ কিলোমিটার) পূর্বে, ৭৮.৫ মাইল (১২৬ কিলোমিটার) গভীরে। সুনামির কোনও সতর্কতা আপাতত জারি করা হয়নি। এই বছরে জানুয়ারি মাসে ৫.৩ মাত্রার ভূমিকম্প উত্তর চিলির তারাপাকা অঞ্চলে অনুভূত হয়। মাটি থেকে ১১৮ কিলোমিটার গভীরতয় কম্পন হয়।
আরও পড়ুন-এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝ আকাশে বিপত্তি
প্রসঙ্গত, চিলি অত্যন্ত ভূমিকম্প প্রবন এলাকা কারণ চিলি প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এর অংশ। বিশ্বের ৯০% ভূমিকম্প হয় ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে। ৪০,২৫০ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে এই ‘রিং অফ ফায়ার’। উল্লেখ্য, এই রিং অফ ফায়ার মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, জাপান, কানাডা, মেক্সিকো, গুয়াতেমালা, চিলি, রাশিয়া, পেরু ও ফিলিপাইনস সহ আরও ১৫টি দেশের মধ্যে দিয়ে গিয়েছে।