আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। দেশজুড়েই আজ চতুর্দিকে ভক্তের ভিড়। এর মধ্যেই বিহারের (Bihar) জেহানাবাদ জেলায় শিবলিঙ্গে জল ঢালতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৭ জন ভক্ত। ভানাভার পাহাড়ে সিদ্ধিনাথ মন্দিরে প্রচন্ড ভিড়ের কারণে পদপিষ্টের ঘটনাটি ঘটে। মৃতদের অধিকাংশই মহিলা। মহাদেবের মাথায় জলা ঢালতে গতরাত থেকেই মন্দিরে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছিলেন। গতকাল মধ্যরাতের পরে হঠাৎ ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। সেই সময় পায়ের চাপে পিষে মৃত্যু হয় ৭ জনের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রায় ৫০জন।
আরও পড়ুন-তৃণমূলের মহিলা টিম, সংসদে প্রবল চাপের মুখে ট্রেজারি বেঞ্চ
স্বাভাবিকভাবেই এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, এদিন ভিড় সামলাতে ভক্তদের ওপর লাঠিচার্জ করেছিল সেখানে পুলিশকর্মীরা। তার ফলেই হুড়োহুড়ি শুরু হয়। মৃতদের মধ্যে ৫ জন মহিলা এবং ২ জন পুরুষ। আহত ভক্তের সংখ্যা প্রায় ৫০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মর্মে জেহানাবাদের এসডিও বিকাশ কুমার জানিয়েছেন, ‘জেহানাবাদ জেলার মখদুমপুরে বাবা সিদ্ধিনাথ মন্দিরে পদপিষ্ট হয়ে সাতজন নিহত ও নয়জন আহত হয়েছেন। আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পর্যাপ্ত ভাবে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল। পরিস্থিতির ওপর নজর রাখছি।’
আরও পড়ুন-মোদি জমানায় এবার ১২ হাজার কোটির কেলেঙ্কারি
অন্যদিকে অনেকেই দাবি করছেন ফুল বিক্রেতাদের মধ্যে ঝামেলার ফলে এই ঘটনা ঘটেছে। অনেকেরই অভিযোগ প্রশাসন ভালোভাবে কাজ করলে ফুল বিক্রেতারা মধ্যে বচসা ও মারামারি করতে পারত না। তাছাড়া ঘটনাস্থলে প্রথমে পুলিশ মোতায়েন ছিল না।