বাড়ি ফিরলেন দিল্লিতে আটক দিনহাটার ৭ জন

প্রসঙ্গত, দিল্লিতে গিয়ে বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি সন্দেহে দিল্লির শালিমার থানা পুলিশের হাতে আটক হন দিনহাটার সাবেক ছিটমহলের তিন শিশু, এক মহিলা-সহ সাতজন নাগরিক।

Must read

সংবাদদাতা, কোচবিহার: আটক থাকার পরে দিল্লি পুলিশের হাত থেকে ছাড়া পেলেন দিনহাটার সাবেক ছিটমহলের সাত বাসিন্দা৷ দিনহাটায় পরিবারের কাছে ফেরার পরে উৎসবের আনন্দে ভেসেছেন সাবেক ছিটমহলের বাসিন্দারা। মন্ত্রী উদয়ন গুহ, রাজ্য সরকার ও সেইসঙ্গে কোচবিহার জেলা পুলিশকে ধন্যবাদ জানান দিল্লি থেকে ফেরা শ্রমিক পরিবার৷ পরিবারের সদস্যরা গত সপ্তাহে জানতে পেরেছিলেন দিল্লিতে নিরাপদে রয়েছেন তাঁরা৷ প্রসঙ্গত, দিল্লিতে গিয়ে বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি সন্দেহে দিল্লির শালিমার থানা পুলিশের হাতে আটক হন দিনহাটার সাবেক ছিটমহলের তিন শিশু, এক মহিলা-সহ সাতজন নাগরিক। আটক হওয়ার দিন থেকেই পরিবারের লোকেরা দাবি করে এসেছিল তাঁদের কাছে সমস্তরকম বৈধ কাগজপত্র রয়েছে, তারপরেও শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে দিল্লি পুলিশ তাঁদের বাংলাদেশি সন্দেহে আটক করে রেখেছে। তারপর পরিবারের তরফ থেকে দিনহাটা থানায় অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে খোঁজ শুরু করে কোচবিহার জেলা পুলিশ।

আরও পড়ুন-বরাদ্দ ৪২ কোটি, অভিষেকের উদ্যোগে কেল্লার মাঠের সৌন্দর্যায়ন

অপরদিকে তাঁরা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহের দ্বারস্থ হন। মন্ত্রী তাঁদের আশ্বস্ত করেছিলেন দ্রুত রাজ্য সরকারের মাধ্যমে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা হবে। অপরদিকে পরিবারের লোকেদের ছাড়া পাওয়ার পরে ঘরে ফেরার খবর আসতেই খুশির আমেজ দিনহাটার ছিটমহল আবাসনে।

Latest article