প্রতিবেদন : দেশ তথা রাজ্যের যেকোনও বেসরকারি অত্যাধুনিক ক্যানসার হাসপাতালকে এবার টক্কর দেবে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হল রিজিওনাল ক্যানসার হাসপাতাল। এদিন উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থেকে ভার্চুয়ালি এই কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-তৃণমূলে যোগ দিলেন নির্দল কাউন্সিলর
হাসপাতাল চত্বরে অ্যাকাডেমিক বিল্ডিং ও সুপারের কার্যালয়ের মাঝখানে তৈরি হয়েছে ক্যানসার চিকিৎসার ৭তলা নয়া ভবন। ১০৯ বেডের এই ক্যানসার হাসপাতাল চালু হয়ে গেল মঙ্গলবার থেকেই। যদিও এই হাসপাতালে আগে থেকেই ক্যানসার বিভাগ রয়েছে। সেই পুরনো বিভাগ এখন উঠে এল এই ভবনে। সংশ্লিষ্ট চিকিৎসকরাও এবার এই বিভাগেই কাজ করবেন। এই নয়া চিকিৎসা কেন্দ্রের জন্য কেন্দ্রের তরফেও কিছু বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর কথাও আছে। তবে ক্যানসার আক্রান্ত রোগীদের রেডিয়েশন পুরনো ভবনেই দেওয়া হবে।
আরও পড়ুন-আশীর্বাদ চেয়ে বারুইপুরে প্রচার সায়নীর
আধুনিকতার মোড়কে তৈরি হয়েছে নতুন বিল্ডিংটি। নতুন ভবনে মাটির নীচে দু’টি তলা থাকছে। একটি তলায় বসবে সিটি সিমুলেটর, লাইনার অ্যাক্সেলেটরের মতো অত্যাধুনিক যন্ত্র। অন্যতলায় ক্যানসার রোগীদের চিকিৎসার ব্যবস্থা থাকছে। দোতলায় থাকবে অঙ্ক প্যাথলজি বিভাগ। তিনতলায় রেডিও থেরাপি ওয়ার্ড। ৩৪ বেডের এই ওয়ার্ডে এইচডিইউ-র ব্যবস্থাও থাকছে। এছাড়াও ৩টি কেবিন থাকছে। পাঁচতলায় সার্জিক্যাল ও মেডিক্যাল অঙ্কোলজি ওয়ার্ডে থাকছে ৩০টি বেড। তার মধ্যে ২টিতে এইচডিইউ থাকছে। ছয়তলায় থাকছে ক্যানসার রোগীদের অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটার।
তবে অনেকেরই মনে হতে পারে দুই বিল্ডিং-এ চিকিৎসা হলে কোথায় কোন পরিষেবা পাওয়া যাবে তাই নিয়ে ধন্ধ তৈরি হবে। কিন্তু স্পষ্টই জানানো হয়েছে, পুরনো ভবন থেকে নতুন ভবনে রোগীদের নিয়ে আসা হবে। শুধু রেডিওথেরাপি করার জন্য রোগীদের পুরনো বিল্ডিংয়ে যেতে হবে। কিন্তু পরে নতুন অত্যাধুনিক যন্ত্র সেখানে চলে এলে সেই সমস্যাও মিটে যাবে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…