নেপালে ভূমিধসে নদীতে ভেসে গেল বাস, ৭ ভারতীয় পর্যটকের মৃত্যু

Must read

প্রতিবেদন: নেপালে ভূমিধসের (Nepal Landslide) জেরে উত্তাল ত্রিশূলি নদীতে ভেসে গেল দুটি বাস। এই বিপর্যয়ের জেরে সাত ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। বাস দুটিতে মোট ৬৩ জন যাত্রী ছিলেন। মৃত ভারতীয় পর্যটকরা যে বাসে ছিলেন, সেই বাসটি বীরগঞ্জ থেকে কাঠমান্ডু যাচ্ছিল।
জানা গিয়েছে, শুক্রবার ভোরে নেপালের মদন-আশ্রিত মহাসড়কে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। ওই সড়কের ওপর দিয়ে বাস দুটি যাওয়ার সময়ই আচমকা ধস নামে। প্রবল বৃষ্টির মধ্যে নিরুপায় হয়ে পড়েন বাস চালকরা। নিমেষেই বাস দুটি ছিটকে পড়ে উত্তাল ত্রিশূলি নদীতে। ভেসে যায় বাস দুটি। দুটি বাসে অন্তত ৬৩ জন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। জলের তোড়ে দ্রুত গতিতে ভেসে যাওয়ায় যাত্রীরা কেউই বাস থেকে বেরিয়ে আসার সুযোগ পাননি।

আরও পড়ুন-যদি করো অনাচার তবে গদি ছাড়ো এবার

মর্মান্তিক এই দুর্ঘটনার পর নেপালের (Nepal Landslide) প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল নিখোঁজ যাত্রীদের অনুসন্ধান ও উদ্ধারের নির্দেশ দেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নেমে পড়ে প্রশাসন। তবে টানা বৃষ্টির জেরে উদ্ধারে সমস্যা হয়। নিখোঁজ যাত্রীদের পাশাপাশি মৃত সাত ভারতীয়র বিষয়টি নিশ্চিত করেছে নেপাল প্রশাসন। এদিন আবহাওয়া খারাপ থাকায় কাঠমান্ডু থেকে ভরতপুরগামী সব উড়ান বাতিল করা হয়েছে। সড়কপথে যাতায়াতেও সতর্কতা জারি করেছে প্রশাসন। গত কয়েক সপ্তাহের টানা বৃষ্টিতে এখন বন্যা পরিস্থিতি নেপালে।

Latest article