ওষুধের কারখানায় বিস্ফোরণ! অন্ধ্রপ্রদেশে বাড়ছে মৃতের সংখ্যা

Must read

মধ্যাহ্নভোজের বিরতির মাঝেই ঘটল বড়সড় দুর্ঘটনা! অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) একটি ওষুধের কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হল কমপক্ষে ৭ কর্মীর। দুর্ঘটনায় আহত ২০ জন, এদের মধ্যে আশঙ্কাজনক ১৮। মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) আনাকাপল্লে জেলায় অচুতাপুরম স্পেশাল ইকোনমিক জোনে অবস্থিত ওই বেসরকারি ওষুধ কারখানায় বিস্ফোরণের জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর ভূমিকা নিয়েও উঠছে বিস্তর প্রশ্ন।

আরও পড়ুন- ছিঃ বিজেপি ছিঃ, লজ্জা: নারী-সুরক্ষা নিয়ে বিপ্লব! আসল চরিত্র প্রকাশ্যে

পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে কর্মীরা যখন দুপুরের খাওয়াদাওয়া করছিলেন ঠিক সেসময় আচমকাই ঘটে যায় বিস্ফোরণ। ওই কারখানায় কমপক্ষে হাজারখানেক কর্মী কাজ করেন। বিস্ফোরণের পর পরই আগুন লেগে যায় কারখানায়। এদিন দুপুরের খাবার খাওয়ার বিরতি চলার কারণে অনেক কর্মীই বাইরে গিয়েছিলেন, তার জেরেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে পুলিশ ও দমকলবাহিনী। তবে এদিন এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হয়। দুর্ঘটনার বিষয় জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছন জেলাশাসকও। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Latest article