ছত্তিশগড়ে ফের নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ৭ মাওবাদী

Must read

আবারও নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীর গুলির লড়াই ছত্তিশগড়ে। খতম ৭ মাওবাদী (7 Maoists Killed)। আহত ৩ জওয়ান। পুলিশ সূত্রে খবর, মাওবাদীদের একটি দল নারায়ণপুর, দন্তেওয়াড়া এবং কোন্ডাগাঁও জেলার সংযোগস্থলে জড়ো হয়েছিল। গোপন সূত্রে এই খবর পাওয়ার পরেই তল্লাশি অভিযান চালায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গ্রুপ এবং আইটিবিপির যৌথবাহিনী।

আরও পড়ুন- প্রয়াত মিডিয়া ব্যারন রামোজি রাও, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

পুলিশ সুপার প্রভাত কুমার বলেন, তল্লাশি অভিযান এখনও চলছে। তবে শনিবার সকালে ৭ মাওবাদীর দেহ (7 Maoists Killed) উদ্ধার হয়েছে। একইসঙ্গে বিপুল পরিমাণে অত্যাধুনিক ও অন্যান্য অস্ত্রশস্ত্র পাওয়া গিয়েছে। আহত জওয়ানদের পূর্ব বস্তারের গোবেল এলাকা থেকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়েছে।

 

Latest article