মাঝরাতে পুলিশ ক্যাম্পে ডাকাত দলের (Pakistan- Robbers Attack) হামলা। প্রাণ হারালেন ৭। মৃতদের মধ্যে রয়েছেন ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক সহ আরও ৬ জন। পাকিস্তানের সিন্ধ প্রদেশে ঘোটকি জেলার কাটচা এলাকার এই ঘটনায় আরও ২০ জন পুলিশ কর্মী নিখোঁজ বলে জানা গিয়েছে। ডাকাতদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পাকিস্তানের পুলিশ বাহিনী।
আরও পড়ুন: জাতীয় সংগীত থেকে বাদ জনগণমন! আরএসএস- বিজেপির গোপন অ্যাজেন্ডা ফাঁস
জানা গিয়েছে, দিনকয়েক আগে তিনজনকে অপহরণ করেছিল একটি ডাকাত দল। তাদের খুঁজে বের করতে ডিএসপি আব্দুল মালিক ভুট্টোর নেতৃত্বে একটি দল গঠন করে শুরু হয় তদন্ত। ডাকাতদের ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়ির কাছে অস্থায়ী ক্যাম্প তৈরি করে পুলিশ। সেখানে মাঝরাতে ঘুমের মধ্যে হামলা চালায় ডাকাতরা। জানা গিয়েছে, প্রায় ১৫০ জন ডাকাত অত্যাধুনিক অস্ত্রসহ হামলা চালিয়েছিল এই ক্যাম্পে। অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের পাশাপাশি তাদের সঙ্গে ছিল রকেট লঞ্চার। ক্যাপ লক্ষ্য করে অন্তত ২৫ টি রকেট ছোড়া হয়, সঙ্গে চলে গুলি বৃষ্টি। এই হামলায় ঘটনারস্থলেই মৃত্যু হয় ৭ জনের, ২০ জনকে অপহরণ করা হয়। মৃতদেহগুলিও সঙ্গ করে নিয়ে যায় ডাকাতরা। পরে অবশ্য এক প্রভাবশালী মধ্যস্থতায় দেহ ফিরিয়ে দেওয়া হয়।
প্রাথমিকভাবে খবর, সাম্প্রতিক সময় পুলিশের সঙ্গে ডাকাত দলের (Pakistan Robbers Attack) সংঘর্ষে এক ডাকাতের মৃত্যু হয়। তারই প্রতিশোধ নিতে পুলিশের উপর পাল্টা হামলা চালায় ডাকাতবাহিনী। আপাতত পাকিস্তানের বিশাল পুলিশ বাহিনী ডাকাতদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছেন। চলছে দোষীদের সনাক্তকরণের কাজ।