মধ্যপ্রদেশে প্রতিদিন ধর্ষিতা ৭ তফসিলি মহিলা

Must read

প্রতিবেদন: বিজেপি রাজ্যের অবস্থা দেখুন। মুখে নারী নিরাপত্তার বুলি আওড়ায়, বলে বেটি বাঁচাও বেটি পড়াও-এর কথা। আর ডবল ইঞ্জিন সরকারের রিপোর্টই বলছে, বিজেপির রাজ্যে নারী নিরাপত্তার লেশমাত্র নেই। বিজেপির মধ্যপ্রদেশে প্রতিদিন গড়ে সাতজন তফসিলি জাতি ও উপজাতি মহিলা ধর্ষণের (Scheduled Caste) শিকার হচ্ছেন। বিরোধী দলের বিধায়ক আরিফ মাসুদের তোলা এক প্রশ্নের জবাবে খোদ বিজেপি সরকার প্রকাশ করেছে এই চাঞ্চল্যকর রিপোর্ট। পরিসংখ্যান বলছে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে, এসসি-এসটি সম্প্রদায়ের মহিলারা মোট ৭,৪১৮টি ধর্ষণের মামলা নথিভুক্ত করেছেন। মধ্যপ্রদেশ সরকার মঙ্গলবার রাজ্য বিধানসভায় এই তথ্য-পরিসংখ্যান উপস্থাপন করেছে। নিজেদের প্রকাশ করা নথিই বলছে, তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলাদের উপর শারীরিক ও যৌন নিগ্রহের কী হারে ঘটেছে বিজেপি রাজ্যে! গত তিন বছরে রাজ্যে প্রতিদিন গড়ে সাতজন দলিত বা আদিবাসী মহিলা ধর্ষিতা হয়েছেন। শুধু ধর্ষণেই (Scheduled Caste) শেষ নয় এই নারী নির্যাতনের চিত্র। দলিত ও আদিবাসী সম্প্রদায়ের ৫৫৮ জন মহিলাকে হত্যা করা হয়েছে‌। ৩৩৮ জন গণধর্ষণের শিকার হয়েছেন। পারিবারিক হিংসা এবং যৌন হয়রানির ভয়াবহতা প্রকাশ করে বিজেপির রাজ্যে মহিলাদের কোনও নিরাপত্তা নেই। ১,৯০৬ জন এসসি-এসটি মহিলা পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন।

আরও পড়ুন-নিবার্চন কমিশনের কীর্তি, এবার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে ট্রাক্টরের নাম

Latest article