জাতীয়

ক্রিকেট বল আনতে গিয়ে উত্তরপ্রদেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৭ বছরের বালক

প্রশাসনের চূড়ান্ত গাফিলতি! উত্তর প্রদেশের লখনউতে (Lucknow) পাড়ার একটি ট্রান্সফরমারের সংস্পর্শে এসে একটি সাত বছর বয়সী ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বার বার বলার পরেও গেটটি মেরামত করা হয়নি। রবিবার ছুটির দিন সকালে ফাহাদ তাঁর বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল। ঠিক তখনই বলটি ট্রান্সফরমারের কাছে চলে যায়। বলটি আনতে গিয়ে ট্রান্সফরমারের সাথে ছোঁয়া লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। প্রতিবেশীরা দ্রুত ফাহাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-মধ্যপ্রদেশে একই পরিবারে আত্মঘাতী ৪

এই ঘটনার পর এলাকার বাসিন্দারা রীতিমত ক্ষুব্ধ হন এবং তারা দাবি করেন ট্রান্সফরমারের দিকে যাওয়ার গেট সম্পর্কে বারবার অভিযোগ করেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফে। এমনকি এদিন ছেলেটি ট্রান্সফরমারের সংস্পর্শে আসার পর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের ফোন করলেও তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে দেরী করেন। ফাহাদের কাকা মোহাম্মদ রইস বলেন, একাধিকবার অভিযোগ করার পরেও সরকারের তরফে কোন ব্যবস্থা নেওয়া হয় নি। স্থানীয় বাসিন্দারা জানান সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। অনেকক্ষন বিদ্যুৎ বিভাগের কোনও কর্মকর্তা ঘটনাস্থলে আসেননি। শিশুটিকে বের করে আনার পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। এই গেটটি দুই বছর ধরে ক্ষতিগ্রস্ত। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগে এখানে প্রায় ১৪টি প্রাণী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে তবু হুঁশ ফেরেনি আধিকারিকদের।

আরও পড়ুন-যোগীরাজ্যে ৫ বছরের শিশুকে পিষে দিল বেপরোয়া বিলাসবহুল গাড়ি

বিদ্যুৎ বিভাগের তরফে যদিও কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। রবিবার সকালের এহেন ঘটনায় অখিলেশ যাদব ক্ষোভ প্রকাশ করে বলেন, “উত্তরপ্রদেশে বিদ্যুৎ বিভাগের ট্রান্সফরমার উড়ে গেছে। আর মন্ত্রী ও কর্মকর্তাদের মধ্যে তার ছিঁড়ে গেছে। জনগণের আস্থার খুঁটি উপড়ে গিয়েছে এবং জনরোষের মিটার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে”। এরপরেই বিদ্যুৎ বিতরণে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, “উত্তরপ্রদেশে বিদ্যুৎ নেই, কেবল বিদ্যুৎ বিল। বিজেপি গেলেই আলো আসবে। উত্তরপ্রদেশে রাজ্যবাসীরা বলছেন যে তারা বিজেপিকে চায় না।”

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago