চাকদহে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু শিশুর! বিক্ষোভ স্থানীয়দের

Must read

শনিবার মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল চাকদহ থানার (Chakdah Accident) রাওতারি বাজার এলাকা। সকালে এই এলাকায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল সাত বছরের শিশু কন্যার। ঘটনার পর মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষ।

আরও পড়ুন- যোগীরাজ্য থেকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, কলকাতায় আটক ৩

পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম প্রীতি ঘোষ (৭)। স্কুলে বেরোনোর সময় বাড়ির সামনে রাস্তায় দাড়িয়েছিল সে। সেই সময় আচমকাই দ্রুতগতিতে ছুটে এসে ডাম্পার তাকে ধাক্কা মেরে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট্ট শিশুর। যানবাহনের গতি নিয়ন্ত্রণ না হওয়ার কারণে এই দুর্ঘটনা বলে দাবি বলে স্থানীয়রা বিক্ষোভ দেখান।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকদহ (Chakdah Accident) থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। স্থানীয়রা এলাকায় যানবাহনের দ্রুত গতির অভিযোগ করলে পুলিশ জানায়, এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হবে।

Latest article