জাতীয় সড়ক পার হতে গিয়ে চক্ষু চড়কগাছ, দাপিয়ে বেড়াচ্ছে ৭০ টি হাতির দল!

Must read

সংবাদদাতা, নকশালবাড়ি : পাহাড়ে মেঘাচ্ছন্ন সকাল। ভোরের আলো ফুটে সবে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে মানুষ। জাতীয় সড়ক পার হতে গিয়ে চক্ষু চড়কগাছ। পরপর গাড়ি দাঁড়িয়ে পড়ল রাস্তায়। কারণ জাতীয় সড়কের হেঁটে বেড়াচ্ছে হাতির পাল। একটা দুটো নয় প্রায় ৭০ টি হাতি মেজাজে দাপিয়ে বেড়াচ্ছে জাতীয় সড়ক! হাতির কোরিডর হিসেবে পরিচিত নকশালবাড়ির কিরণচন্দ্র চাবাগানের ঘটনা।

আরও পড়ুন-ভবানীপুরে বাড়ি বাড়ি ভোটার স্লিপ বিলি, ফ্ল্যাগ-ফেস্টুনও লাগালেন মদন মিত্র

সাতসকালে তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন নকশালবাড়ির কিরণচন্দ্র বাগানে বাসিন্দারা। বন দফতরের কাছে আগেই খবর ছিল, এলাকায় ঘোরাফেরা করছে হাতির পাল। শুক্রবার সকালে চা বাগানের কাছে ৩১সি জাতীয় সড়কে প্রায় ৭০টি হাতির পালকে দেখে ক্যামেরাবন্দি করে ফেলেন অনেকেই। সজাগ ছিলেন বন কর্মীরা। তাঁরা হাতির পালকে নিরাপদে জঙ্গলে পাঠিয়ে দেন।

উল্লেখ্য, দিন দশেক আগে নকশালবাড়ির কিরণচন্দ্র চাবাগানের মধ্যে দিয়ে একপাল হাতির দলকে রেললাইন পারাপার করতে দেখা যায়। ৩০-৩৫টি হাতির দল এদিন চা বাগানের মধ্যে দিয়ে এশিয়ান হাইওয়ে সড়ক এবং রেললাইন পার করে ব্যাংডুবির জঙ্গলে ফিরে যায়।

Latest article