বঙ্গ

আমাদের ৭০ শতাংশ বিনিয়োগ বাংলায়, বাড়ছে কর্মসংস্থান: হর্ষবর্ধন নেওটিয়া

বৃহস্পতিবার ধনধান্যে থেকে উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরলেন অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া। এই কনক্লেভে উপস্থিত ছিলেন সঞ্জীব পুরি, সঞ্জীব গোয়েঙ্কা, রুদ্র চট্টোপাধ্যায়, সঞ্জয় বুধিয়া, উমেশ চৌধুরীর মত শিল্পপতিরা। বঙ্গে পর্যটন-স্বাস্থ্যে আমূল পরিবর্তন প্রসঙ্গে হর্ষবর্ধন নেওটিয়া জানান, গত ১৫ বছরে তাঁদের গ্রুপ বিভিন্ন খাতে প্রায় ১০,০০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে, যার ৭০ শতাংশই হয়েছে এই বাংলায়। আবাসন থেকে শুরু করে পর্যটন, শিক্ষা এবং স্বাস্থ্য – প্রতিটি ক্ষেত্রেই আগামী কয়েক বছরে লগ্নি ও কর্মসংস্থানের এক বিশাল সুযোগ তৈরি হতে চলেছে।

আরও পড়ুন-রাতের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! নিউটাউনে পুড়ল ঝুপড়ি

তিনি বলেন, ”আমাদের আসল ব্যবসা সিমেন্ট যার ভিত্তি মুম্বই কিন্তু আমি আনন্দিত যে বাংলায় আমাদের দুটো ইউনিট রয়েছে সাঁকরাইল ও ফারাক্কাতে। আমি গর্বিত যে বাংলা অর্থাৎ আমার জন্মস্থানে সিমেন্টের হেডকোয়ার্টার করতে পেরেছি। অনেকটাই উন্নত হয়েছে বাংলার পর্যটন, শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্র। ২০১৫ সালে শিক্ষাক্ষেত্রে আমরা নেওটিয়া বিশ্ববিদ্যালয় শুরু করেছি। শুরুতে সেদিন ছিল মাত্র ৪০ জন, আজ ৪০০০ পড়ুয়া এই বিশালাকায় ক্যাম্পাসে পড়ছে। আগামী ৩-৪ বছরের মধ্যেই ৮০০০ পড়ুয়া ভর্তি হতে পারবে বলেই মনে করছি। হসপিটালিটি ক্ষেত্রে রায়চকে আমরা একটি হোটেল দিয়ে শুরু করেছিলাম যার নাম এখন তাজ গঙ্গা কুটির। এখন আমরা বাংলায় সুনামের সঙ্গে ৭টি হোটেল চালাচ্ছি। আরও ১০টি হোটেলের চিন্তাভাবনা চলছে যার মধ্যে ৪টি নির্মাণাধীন।”

আরও পড়ুন-ঐতিহাসিক শৈলশহর লোনাভালা

পর্যটন ও স্বাস্থ্য প্রসঙ্গে এদিন তিনি বলেন, ”বিদেশি পর্যটকদের আকর্ষণে দ্বিতীয় স্থানে বাংলা এটা অত্যন্ত আনন্দের বিষয়। সরকারের তরফে পর্যটন খাতে যে উন্নয়ন করা হয়েছে তারই ফল পাওয়া যাচ্ছে। স্বাস্থ্য খাতে আমরা শুরু করেছিলাম ১টি হাসপাতাল দিয়ে তবে এখন বাংলায় আমাদের ৩টি হাসপাতাল আছে। নেওটিয়া ভাগীরথী ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার’ তাদের নিউটাউন ক্যাম্পাসে একটি অত্যাধুনিক শিশু চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেছে এবং এই সম্প্রসারণের ফলে হাসপাতালের মোট শয্যা সংখ্যা বেড়ে এখন ২২০। শিশুদের চিকিৎসার জন্য এখানে পেডিয়াট্রিক কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোলজি, গ্যাস্ট্রোএনটেরোলজি, ইউরোলজি এবং অর্থোপেডিকের মতো বিভাগ চালু করা হয়েছে। আছে বিশেষভাবে তৈরি পেডিয়াট্রিক ক্যাথ ল্যাব, কার্ডিয়াক সার্জারি ওটি, ডায়ালিসিস ইউনিট এবং সিটি স্ক্যান, এমআরআই সহ নানা আধুনিক মেশিন। এছাড়া আরও ৩টি হাসপাতাল তৈরী করতে চলেছি: দুর্গাপুর, তারাতলা ও নিউটাউন। যে বিনিয়োগের কথা জানিয়েছিলাম সেটা সঠিক পথেই এগোচ্ছে কারণ মুখ্যমন্ত্রী ও বাংলার থেকে পেয়েছি অভাবনীয় সমর্থন। বাংলার মানুষের চাহিদা বোঝার আশ্চর্জনক ক্ষমতা আছে মুখ্যমন্ত্রীর। তাঁর সব প্রকল্প সার্বিকভাবে মানুষের স্বার্থে মানুষের পাশে থাকার বার্তা দেয়।”

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

23 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

47 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

51 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

59 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago