প্রতিবেদন : চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের (Bangladesh Film Festival) উদ্বোধন হল রবীন্দ্রসদনে। উদ্বোধনী ভাষণে বাংলাদেশ (Bangladesh Film Festival) সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বাংলাদেশে এবারের দুর্গাপুজো প্রসঙ্গ আনেন। জানান, সরকার, দল এবং শুভবুদ্ধিসম্পন্ন মানুষের প্রচেষ্টায় ৩১ হাজার পুজো হয়েছে নির্বিঘ্নে। শুধু তাই নয়, ৭০০ নতুন পুজোও হয়েছে। নির্বাচনে সমস্ত বিরোধী দল অংশ নিক, তিনি এটাই চান। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের কথাও বলেন। বিতর্কিত গরুপাচার নিয়ে ওঁর বক্তব্য, ‘‘আমাদের যথেষ্ট গরু রয়েছে। আর গরুর দরকার নেই। এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার।’’ মন্ত্রী-গায়ক বাবুল সুপ্রিয়কে সংবর্ধিত করলেন ড. হাছান। ছিলেন পরিচালক গৌতম ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, চঞ্চল চৌধুরী, জয়া আহসান-সহ প্রমুখ। উৎসব উপলক্ষে সেজে উঠেছে নন্দনচত্বর। ভিড় করেছেন সিনেমাপ্রেমীরা। উৎসব চলবে ২ অক্টোবর পর্যন্ত।
আরও পড়ুন-প্রেমিকের দেখা না পেয়ে বিষ খেয়ে আত্মঘাতী তিন কিশোরী