শুক্রবারের জোড়া ভূমিকম্পের জেরে মায়ানমার (myanmar earthquake) জুড়ে শুধুই ধ্বংসের ছবি। সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে, বাগো, ইস্টার শান রাজ্য এবং রাজধানী নেপিডোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। একাধিক শহর তছনছ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত থাইল্যান্ডও। দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে, নিখোঁজ বহু।
আরও পড়ুন-আরজি করে গণধর্ষণ হয়নি, হাইকোর্টে জানাল সিবিআই
রিখটার স্কেলের ৭.৭ এবং ৭.১ তীব্রতা নিয়ে দুবার কেঁপে ওঠা মায়ানমারের (myanmar earthquake) চারিদিকে শুধুই লাশের স্তূপ। শনিবারেও চলছে উদ্ধারকাজ। একাধিক বিল্ডিং- এর নীচে থেকে নিথর দেহ উদ্ধারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ধ্বংসস্তুপ থেকে চাপা পড়া মানুষকে উদ্ধার করার মতো পরিকাঠামোর খুবই অভাব রয়েছে সে দেশে। ভারত সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছে। ধূলিসাৎ একাধিক বৌদ্ধ স্থাপত্য। একাধিক প্যাগোডা, মনাস্ট্রি ভেঙ্গে পড়ার ছবি দেখে শিউরে উঠছেন সকলেই। জায়গায় জায়গায় যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে সাহায্য পৌঁছে দিতে সমস্যায় পড়ছে রেড ক্রস। ভারত থেকে এখনও পর্যন্ত ১৫ টন ত্রাণ পাঠানো হয়েছে বলে খবর মিলেছে।