প্রতিবেদন : প্রায় ৭০ হাজার কর্মী নিয়ে আসন্ন দুর্গাপুজোয় রাজ্যবাসীকে নিরাপদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে আসরে নেমে পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন পর্যদ। পুজোর একমাস আগেই ময়দানে নেমে পড়েছেন কর্মীরা। পুজোয় কর্মী ও অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। জগদ্ধাত্রী পুজো পর্যন্ত চালু থাকবে এই পরিষেবা।
আরও পড়ুন-নবান্নে হল স্বাভাবিক কাজ
মঙ্গলবার রাজ্য বিদ্যুৎ উন্নয়ন পর্ষদের কর্তাদের সঙ্গে পুজোয় বিদ্যুৎ সরবরাহ নিয়ে জরুরি বৈঠকের পর এমনই জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন সল্টলেকের বিদ্যুৎ ভবনে সাংবাদিক বৈঠকে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, শহরবাসীকে নিরাপদ পুজো উপহার দিতে পর্ষদ কর্মীরা দায়বদ্ধ। একমাস আগে আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে। নিরাপদে পুজো কাটাতে মন্ত্রী পুজো কমিটিগুলির কাছে সহযোগিতার আবেদন জানান। সেই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিদ্যুৎমন্ত্রী এদিন কিছু পরামর্শও দেন। তিনি বলেন, অনুমতি নেওয়ার সময় কমিটিগুলিকে পুজোয় তাঁদের বিদ্যুতের সম্ভাব্য চাহিদা কোনও লাইসেন্সড ঠিকাদারের পরামর্শ নিয়ে নির্দিষ্ট ভাবে জানাতে হবে। এতে অনেক অবাঞ্ছিত দুর্ঘটনা এড়ানো যাবে বলেই দাবি করেন মন্ত্রী। তবে এটা কোনও ভাবেই নির্দেশ নয়, এটা পর্ষদের আবেদন বলেই জানান বিদ্যুৎমন্ত্রী।
আরও পড়ুন-সংকট বদলে গেল উৎসবে শনাকাদের নিয়ে কলম্বোয় জনপ্লাবন
এছাড়াও পুজোর আনন্দকে আরও নিরাপদ করতে তিনি আরও কিছু প্রয়োজনীয় পরামর্শও দেন। এদিনের সভায় বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব সুরেশ কুমার, ডব্লুবিএসইডিসিএল-এর সিএমডি শান্তনু বসু, ডব্লুবিপিডিসিএল-এর সিএমডি পি ভি সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন কোল ইন্ডিয়া, রেল, এনটিপিসি, আইপিসিএল, সিইএসসি-সহ অন্যান্য কর্তারাও।