সংবাদদাতা, হাওড়া : হাওড়া (Howrah) পুরসভার সংযুক্ত এলাকা হিসেবে পরিচিত ৪৫ থেকে ৫০ নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রতিটি বাড়িতে জলের সংযোগ পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার। এই লক্ষ্যে সংযুক্ত এলাকায় নতুন করে ৭২ কিমি ভূগর্ভস্থ জলের পাইপলাইন পাতার কাজ শুরু হচ্ছে। এই জন্য হাওড়া পুরসভা ২০ কোটি টাকা বরাদ্দ করেছে। কীভাবে এই কাজ হবে এবং কোন কোন এলাকায় জলের পাইপলাইন পাতা হবে তার রূপরেখা তৈরি করতে কেএমডিএ-র ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন হাওড়ার পুরকর্তারা।
আরও পড়ুন-সেবাশ্রয়ে ১৮ হাজার পরিষেবা
বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি-সহ পুর কমিশনার ও ইঞ্জিনিয়াররা। ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি জানান, হাওড়া পুরসভার সংযুক্ত এলাকার প্রতিটি বাড়িতে জল পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার। গত বছর ওই এলাকায় ১১৮কিমি ভূগর্ভস্থ জলের পাইপলাইন বসানো হয়েছিল। এবার ওই এলাকায় ২০ কোটি টাকা ব্যয়ে ৭২ কিমি জলের পাইপলাইন বসানো হবে। বৈঠকে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়। সংযুক্ত এলাকায় আর কোথায় জলের পাইপলাইন বসানো বাকি থাকছে তাও দেখা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হবে। সংযুক্ত এলাকার সমস্ত জায়গায় যাতে পানীয় জলের পাইপলাইন বসানো হয়, তাও আমরা চূড়ান্ত করছি। সেই সঙ্গে অ্যাডেড এরিয়ার সমস্ত বাড়িতে পানীয় জলের সংযোগ দ্রুত পৌঁছে দেওয়ার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।