প্রতিবেদন: উত্তরের জেলায় যখন অতিরিক্ত বৃষ্টি ঠিক তখনই জুন মাসে বৃষ্টির ঘাটতি দক্ষিণে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৭২ শতাংশ বৃষ্টির ঘাটতি দক্ষিণের জেলায়। অন্যদিকে ৬৪ শতাংশ বৃষ্টি অতিরিক্ত হয়েছে উত্তরবঙ্গে। বর্ষা এলেও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি নেই। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি পাঁচ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা মালদা ও দিনাজপুরে।
আরও পড়ুন-আধুনিক নিকাশি ব্যবস্থার ভিত্তিপ্রস্তরে চন্দ্রিমা ভট্টাচার্য
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার থেকে দক্ষিণের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সর্তকতা। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে নিবিড় বৃষ্টির সম্ভাবনা। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।