প্রতিবেদন : শ্রমিদের পাশে রাজ্য। ৭২০ শ্রমিককে (720 workers) ১ কোটি ৪ লক্ষ টাকার সামাজিক সুরক্ষা যোজনার সহায়তা প্রদান করা হল শুক্রবার। শ্রমিকদের সচেতনতা এবং পরিষেবা প্রদানের লক্ষ্যে এদিন শ্রম দফতরের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ শিবির। এদিন কালীঘাট স্কাইওয়াকের কাছে হওয়া এই শিবিরের মাধ্যমে শ্রমিকদের নাম নথিভুক্তকরণের পাশাপাশি বিভিন্ন আর্থিক সহায়তার মাধ্যমে সামাজিক সুরক্ষা যোজনার উপকারিতা সম্পর্কে মানুষকে অবহিত করা হয়। প্রায় ৬০০০ অসংগঠিত শ্রমিক এদিনের শিবিরে উপস্থিত ছিলেন। সচেতনতা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক, মেয়র তথা পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সাংসদ তথা পশ্চিমবঙ্গ ভবন ও নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংসদ মালা রায়, বিধায়ক রত্না চট্টোপাধ্যায়-সহ বিভিন্ন বিভাগের মেয়র পারিষদ, বরো চেয়ারপার্সন, বিশেষ শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত-সহ কাউন্সিলর ও শ্রম দফতরের আধিকারিকরা। প্রসঙ্গত, ২০১৭ সালে অসংগঠিত শ্রমিকদের সহায়তার জন্য চালু হয় এই সামাজিক সুরক্ষা যোজনা। ২০২০ সালে তা রাজ্য শ্রম দফতরের ফ্ল্যাগশিপ প্রজেক্ট বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় পরিণত হয়। বর্তমানে বিভিন্ন পেশায় নিযুক্ত ১ কোটি ৮১ লক্ষ শ্রমিক এই প্রকল্পে নথিভুক্ত রয়েছেন। ৩৬ লক্ষেরও বেশি শ্রমিককে ২৮১৮ কোটির আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।