সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: খোদ নিরাপত্তা বাহিনীর সদস্যরাই কি মোদি জমানায় নিরাপত্তাহীনতায় ভুগছেন? সাম্প্রতিক পরিসংখ্যান সামনে রাখলে এই প্রশ্ন উঠবেই। বিএসএফ, সিআইএসএফ, এনএসজি, অসম রাইফেলসের মতো বিভিন্ন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীতে কাজের পরিবেশ ক্রমেই জঘন্য হয়ে উঠছে, বিরোধী শিবিরের এই অভিযোগ নতুন নয়৷ এই অভিযোগের সমর্থনেই এবার সামনে এসেছে চাঞ্চল্যকর সরকারি তথ্য৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সংসদে পেশ করা সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে, গত পাঁচ বছরে আধাসামরিক বাহিনীর ৭৩০ জন সদস্য আত্মহত্যা করেছেন৷
আরও পড়ুন-আলাদিনদের থামানোর পরীক্ষা মোহনবাগানের
এখানেই শেষ নয়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই নিজেই রাজ্যসভায় সরকারি পরিসংখ্যান পেশ করে জানিয়েছেন, গত পাঁচ বছরে আধাসামরিক বাহিনীর চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়েছেন বা পদত্যাগ করেছেন এমন কর্মীর সংখ্যা ৫৫,৫৫৫৷ বছর ঘুরে গেলেও কেন্দ্রীয় বাহিনীতে আত্মহত্যার ঘটনা যেমন কমছে না, তেমনই কমছে না স্বেচ্ছাবসরের ঘটনাও। কেন্দ্রীয় সরকারের তুলে ধরা পরিসংখ্যানেই সামনে এসেছে এই তথ্য৷ এর পরেই প্রশ্ন উঠেছে, ২০৪৭ সালের মধ্যে যখন বিকশিত ভারতের স্বপ্ন সফল হবে বলে প্রচার করছে মোদি সরকার, তখন কেন এইভাবে খোদ কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাই আত্মহত্যা করছেন বা স্বেচ্ছাবসর নিয়ে কেন্দ্রীয় বাহিনী থেকে দূরে সরে যাচ্ছেন? স্বেচ্ছাবসর বা পদত্যাগ নিয়ে কোনও মন্তব্য না করলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই দাবি জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীতে কাজের পরিবেশ আরও ভাল ও উন্নত করার লক্ষ্যে মোদি সরকার লাগাতার চেষ্টা করে যাচ্ছে৷ তাঁর এই দাবির সঙ্গে সরকারি পরিসংখ্যান মিলছে না বলেই কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর দুরবস্থার ইস্যুতে আরও একবার প্রশ্নের মুখে পড়ছে মোদি সরকার। সরকারি পরিসংখ্যানই কেন্দ্রের দ্বিচারিতা ফাঁস করছে, দাবি রাজনৈতিক মহলের৷