প্রতিবেদন : কলকাতার পুরভোটে সবুজ ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিরোধীরা। গোহারা হার তো হয়েছেই। ভোটের ফলে স্পষ্ট, জামানতও রাখতে পারেননি অধিকাংশ বিরোধী প্রার্থী। মঙ্গলবার পুরভোটের ফল বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে কলকাতা পুরসভার মোট ৯৫০ প্রার্থীর মধ্যে ৭৩১ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিজেপি, বাম ও কংগ্রেস এই তিন দল মিলিয়ে জামানত হারানো প্রার্থীর সংখ্যা ৩২৫। এছাড়া ৪০৬ জন নির্দল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানো প্রার্থীদের তালিকায় সবার ওপরে রয়েছে বিজেপি। কলকাতা পুরভোটে ১৪২ আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি। তাদের মধ্যে ১১৬ জন প্রার্থীই জামানত হারিয়েছেন। এর পরে তালিকায় রয়েছে কংগ্রেস।
আরও পড়ুন : মানুষকে খেলামুখী করতে চান বিশ্বরূপ
প্রাপ্ত ভোটের নিরিখে ১১২ জন কংগ্রেস প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিভিন্ন বাম দল মিলিয়ে আরও ৯৭ জন প্রার্থীর জামানত জব্দ হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও কেন্দ্রে মোট যত বৈধ ভোট পড়েছে, কোনও প্রার্থী তার ১/৬ অংশের কম ভোট পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। অর্থাৎ কোনও প্রার্থী যদি কোনও আসনে প্রদত্ত মোট বৈধ ভোটের ১/৬ অংশের কম ভোট পান তবে প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার সময় জামানত হিসেবে যে টাকা জমা দিয়েছিলেন তা তিনি আর ফেরত পান না।