সংবাদদাতা, বহরমপুর : তরুণের স্বপ্নপূরণ হল মুর্শিদাবাদে (Murshidabad) । অন্যান্য জেলার পাশাপাশি এই জেলার ৭৬ হাজার উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীকে পড়াশুনোর সুবিধার্থে ট্যাব (tablet) কিনতে ১০ হাজার টাকা করে দিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-কার্ডিয়াক অ্যারাস্ট ঐন্দ্রিলার, চিন্তিত চিকিৎসকেরা
সিংহভাগ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে বলে জানান সর্বশিক্ষা মিশনের জেলা আধিকারিক অনন্যা ঘোষ। তিনি বলেন, ‘‘জেলার মোট ৩৪১টি হাইস্কুলের ৭৫ হাজার ৯৪৫ জন এবং সাগরদিঘি পিডিসিএলের ৮৫ ছাত্রছাত্রী ট্যাব পাচ্ছেন। গত বছর জেলার ৬০ হাজার উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রী ট্যাব পেয়েছেন। ২০০০ সালে ১০০ শতাংশ ছাত্রছাত্রী মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ায় এবার সংখ্যাটা বেড়েছে।” বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহরায় বলেন, ‘‘শিশুদিবসের দিন মুখ্যমন্ত্রীর মানবিক মুখ দেখল রাজ্যবাসী।’’