এই হল বিজেপি শাসিত ওড়িশার বাস্তব চিত্র! বেশি পরিমাণে স্কুল না থাকার কারণে রানওয়েতে বসে পরীক্ষা দিচ্ছেন চাকরিপ্রার্থীরা। মাত্র ১৮৭টি (Odisha 187 Home Guard posts) চুক্তিভিত্তিক পোস্টের জন্য পরীক্ষা দিচ্ছেন প্রায় ৮ হাজার প্রার্থী। সম্বলপুর জেলায় এমনই বিরল দৃশ্যের সাক্ষী থাকল হোমগার্ড নিয়োগ পরীক্ষা। এ নিয়ে বিজেপিকে তোপ দাগল তৃণমূল কংগ্রেস।
ডবল ইঞ্জিন শাসনে হাতে ডিগ্রি, কিন্তু কাজ নেই। হোম গার্ড (Odisha 187 Home Guard posts) পদে নিয়োগের জন্যে শিক্ষাগত যোগ্যতা ছিল পঞ্চম শ্রেণি। তবে এই পরীক্ষার জন্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরাও অংশগ্রহণ করেছিলেন। ওড়িশার হোম গার্ডরা দৈনিক ৬৩৯ টাকা ভাতা পান বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। গত ১৬ ডিসেম্বর বিমানঘাঁটিতে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, তৃণমূল কংগ্রেস ওড়িশার কর্মসংস্থান প্রসঙ্গে রাজ্যের বিজেপি সরকারের সমালোচনা করেছে।
আরও পড়ুন-রাজধানীর ধাক্কায় ৮ হাতির মৃত্যু, ব্যাহত উত্তর-পূর্বের ট্রেন চলাচল
পশ্চিম ওড়িশায় চারটি নতুন এয়ারস্ট্রিপ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সে রাজ্যের সরকার। উন্নত উড়ান পরিষেবার জন্যেই এই উদ্যোগ। এর মধ্যে নির্মীয়মান জামাদারপালি রানওয়েতে এই পরীক্ষার ব্যবস্থা করা হয়। চাকরিপ্রার্থীদের রানওয়েতে বসে পরীক্ষা দেওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তৃণমূল লিখেছে,”এটা কোনও সিনেমার দৃশ্য নয়। এটা বিজেপি-শাসিত ওড়িশার বাস্তব চিত্র।
এমবিএ ও এমসিএ পাশ করা তরুণ-তরুণীসহ ৮,০০০ জনেরও বেশি চাকরিপ্রার্থী, মাত্র ১৮৭টি হোম গার্ড পদের জন্য লাইনে দাঁড়িয়ে।
এটাই তথাকথিত ডবল ইঞ্জিন শাসনের নির্মম বাস্তবতা। হাতে ডিগ্রি, কিন্তু কাজ “

