অস্ত্র কারখানায় বিস্ফোরণে হত ৮

Must read

প্রতিবেদন : মহারাষ্ট্রের অস্ত্র (Maharashtra Ordnance Factory) তৈরির কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮ জন। এখনও পর্যন্ত অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে নাগপুরের খুব কাছেই জওহর নগরে। শুক্রবার সকাল ১০টার কিছু পরেই। বিস্ফোরণের (Maharashtra Ordnance Factory) অভিঘাত এতটাই বেশি ছিল যে ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে ৫ কিমি দূরের ঘরবাড়িও। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, আকাশও। পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল যৌথভাবে চালাচ্ছে তল্লাশি অভিযান। ধ্বংসস্তূপের নিচে এখনও পর্যন্ত ঠিক কতজন চাপা পড়ে আছেন, তাঁদের মধ্যে এখনও প্রাণের স্পন্দন আছে কিনা, তা নিশ্চিত করে বলতে পারছে না প্রশাসন। বিস্ফোরণের কারণ নিয়েও এখনও অন্ধকারে পুলিশ এবং দমকল।

আরও পড়ুন- জেপিসি বৈঠকে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা! সাসপেন্ড কল্যাণ-সহ ১০ সাংসদ

Latest article