ট্রেনের ধাক্কায় আট হাতির মর্মান্তিক মৃত্যু! ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে অসমের (Assam_Elephants) হোজাই জেলায়। জানা গিয়েছে, সাঁইরাং – নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের সঙ্গে একটি হাতির পালের সংঘর্ষ হয়। ঘটনায় আটটি হাতিই ঘটনাস্থলে মারা যায় ও একটি হাতি শাবক গুরুতর যখন হয়েছে। ইঞ্জিন সহ ট্রেনের বেশ ৫টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। ঘটনার জেরে উত্তর-পূর্বের রেল চলাচল এখনো বন্ধ।
আরও পড়ুন-এসআইআর : কাজের চাপে মৃত্যু বিএলও-র, নাম না থাকায় আতঙ্কে হত বৃদ্ধ
বন দফতর থেকে জানানো হয়েছে,শনিবার ভোর প্রায় ২টা ১৭ মিনিট নাগাদ রাজধানী এক্সপ্রেসটি মিজোরামের সাইরাং (আইজলের কাছে) থেকে নয়াদিল্লি যাচ্ছিল। ট্রেনটির আনন্দ বিহার টার্মিনালের দিকে যাওয়ার কথা ছিল। হোজাইয়ের (Assam_Elephants) কাছে হঠাৎ লাইনের উপর উঠে আসে একটি হাতির দল। লোকো পাইলট হাতিদের দেখতে পেয়ে জরুরি ব্রেক কষেন, কিন্তু তাতেও সংঘর্ষ এড়ানো যায়নি। হাতিরা ট্রেনের সামনে ধাক্কা খেলে ইঞ্জিন ও পাঁচটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। কিন্তু পালে আটটি হাতি ছিল যা ঘটনাস্থলেই মারা গিয়েছে, একটি হাতির শাবককে উদ্ধার করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে বলে রেল সূত্রে খবর। ক্ষতিগ্রস্ত কোচের যাত্রীদের সাময়িকভাবে ট্রেনের ফাঁকা বার্থে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। খবর পাওয়া মাত্রই শুরু হয়েছে উদ্ধার কার্য রেল লাইনের আশপাশে এখনো দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে আছে।

