সংবাদদাতা, হাওড়া : হাওড়ায় স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মহিলার পেটের ৮ কেজি টিউমার অপারেশন হল। জটিল ওই অপারেশন করতে যেকোনও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে দেড় থেকে দু লাখ টাকা খরচা হত। স্বাস্থ্যসাথী কার্ড থাকায় ওই অপারেশন শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনা পয়সায় হয়ে গেল। শিবপুরের বাসিন্দা বছর ৫৪ এর রাজিয়া খাতুনের পেটের ওই সফল অস্ত্রোপচার করলেন বিশিষ্ট শল্য চিকিৎসক প্রফেসর ডাঃ সিরাজ আহমেদ।
আরও পড়ুন-রঙিন ইডেনে ক্রিকেট ফিরল আগের মেজাজেই
রাজিয়ার স্বামী পেশায় রিকশাচালক। রাজিয়া নিজেও গৃহপরিচারিকার কাজ করতেন। অপারেশনের খরচ প্রায় দেড়-দু লাখ টাকা প্রথমে কিছুটা দুশ্চিন্তায় পড়ে যান তাঁরা। কিন্তু চিকিৎসক ডাঃ সিরাজ আহমেদ তাঁদের জানান স্বাস্থ্যসাথী কার্ডে শিবপুরের বেসরকারি হাসপাতালে এই অপারেশন বিনা পয়সায় হয়ে যাবে। এরপরই ওই চিকিৎসক অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে ৮ কেজি ওজনের ওই টিউমার বের করেন। চিকিৎসক ডাঃ সিরাজ আহমেদ জানান ‘ওই টিউমার আকারে বিশাল বড় হয়ে গিয়েছিল। ফলে রোগীর খাদ্যনালী ও মুত্রনালী বন্ধ হয়ে গিয়েছিল। জটিল এই অস্ত্রোপচার সফল হওয়ায় রোগী এখন বিপদমুক্ত।’ রাজিয়ার বাড়ির লোকেরা জানান ‘স্বাস্থ্যসাথী কার্ড থাকাতেই অস্ত্রোপচার করা সম্ভব হল। নইলে এত টাকা দিয়ে অপারেশন করানোর সামর্থ্য ছিল না আমাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই প্রণাম।