গুজরাটে সুইফ্ট-এসইউভির সংঘর্ষে গাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত ৮

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যদিও ঠিক কী কারণে গাড়িটিতে আগুন লাগল সেই বিষয়ে কোন সঠিক ধারণা এখনও পাওয়া যায় নি।

Must read

রবিবার গুজরাটে (Gujrat) মর্মান্তিক পথ দুর্ঘটনা। একটি সুইফ্ট ডিজায়ারের সঙ্গে এসইউভির সংঘর্ষের ফলে সুইফ্ট গাড়িটি খাদে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে সেটিতে আগুন ধরে যায়। গাড়ির ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় আট জনের। জানা গিয়েছে, মৃতদের মধ্যে দু’জন শিশু ও পাঁচ জন মহিলা ছিলেন। এসইউভিতে থাকা তিনজন কিছুটা আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যদিও ঠিক কী কারণে গাড়িটিতে আগুন লাগল সেই বিষয়ে কোন সঠিক ধারণা এখনও পাওয়া যায় নি। পুলিশ সূত্রে খবর, সুইফ্ট গাড়িটি কাদুগ্রাম থেকে সুরেন্দ্রনগর শহরের দিকে আসছিল। বিকেল ৩টে ৪০ মিনিটে সুরেন্দ্রনগর জেলায় ওয়াধওয়ান তালুকের দেদাদারা গ্রামের কাছে হাইওয়েতে সুইফ্ট গাড়ির সঙ্গে এসইউভি-র মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের ফলে সুইফ্ট গাড়িটি রাস্তার পাশের একটি খাদে পড়ে যায় এবং আগুন ধরে যায়।

আরও পড়ুন-শ্রীনগর যাওয়ার পথে সেনা জওয়ানকে খুঁটিতে বেঁধে মার যোগীরাজ্যের টোল বুথ কর্মীদের

গাড়িটি পড়ে যাওয়ার পরে গাড়ির দরজা খুলতে না পেরে ভিতরেই আট জন আরোহী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। মৃতদের মধ্যে গাড়ির চালক ছাড়াও ৩৫-৫৫ বছরের পাঁচ জন মহিলা এবং ১০ মাস ও ১৩ বছরের দু’জন শিশু ছিল। এসইউভিতে থাকা তিনজন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার সময়ে আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয় নি। স্বাভাবিকভাবেই এদিনের এই দুর্ঘটনার পরে ওই হাইওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সুরেন্দ্রনগরের ডিআইজি গিরিশ পান্ডিয়া এই ঘটনায় জানিয়েছেন, দুর্ঘটনার জেরে এসইউভির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আট জনের দেহ সুরেন্দ্রনগর সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Latest article