পাক হামলা আফগানিস্তানে ৩ ক্রিকেটার-সহ নিহত ৮

ত্রিদেশীয় সিরিজ থেকে দল তুলে প্রতিবাদ রশিদদের

Must read

প্রতিবেদন : পাকিস্তানের এয়ারস্ট্রাইকে নিহত তিন আফগান ক্রিকেটার। ঘটনার প্রতিবাদে আগামী নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল আফগানিস্তান। পাকিস্তানের (Pakistan attack) মাটিতে আয়োজিত ওই সিরিজে শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে খেলার কথা ছিল আফগানদের। কিন্তু শুক্রবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাক হামলায় তিন ক্রিকেটার-সহ মোট আটজনের মৃত্যু হয়েছে। নিহত তিন ক্রিকেটারের নাম কবীর আঘা, শিবঘাতুল্লা ও হারুন। আফগানিস্তানে পাক হামলা নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তাঁর দাবি, আমি জানি পাকিস্তান আফগানিস্তানে আক্রমণ করেছে। একটা সংঘর্ষ চলছে। এর সমাধান আমার পক্ষে খুবই সহজ। আমি যুদ্ধ থামাতে ভালবাসি। কেন জানেন? কারণ, আমি নরহত্যা বন্ধ করতে চাই। আমি লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছি। তবে আপাতত আমেরিকা পরিচালনার ভার আমার উপর রয়েছে।
এদিকে, পাক-হামলার (Pakistan attack) প্রতিবাদে আফগান ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, পাকতিকা প্রদেশের উরগুন জেলায় ক্রিকেটারদের উপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে পাকিস্তান। তিন ক্রিকেটার শহিদ হয়েছেন। এছাড়া আরও পাঁচজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। আমরা গভীরভাবে শোকাহত। এই ঘটনার প্রেক্ষিতে আগামী নভেম্বরে পাকিস্তানে যে ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলার কথা ছিল, তাতে অংশ নেবে না আফগানিস্তান ক্রিকেট দল।

আরও পড়ুন- গরিব রথ এক্সপ্রেসে ভয়াবহ আগুন! আহত অনেকে

আফগানিস্তানের টি-২০ অধিনায়ক রশিদ খান ক্ষোভ উগরে দিয়ে সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, পাকিস্তানের হামলায় আফগান নাগরিকদের মৃত্যুতে আমি শোকাহত। এই হামলায় মহিলা ও শিশু-সহ তিন ক্রিকেটারও প্রাণ হারিয়েছে। যারা একদিন দেশের হয়ে খেলার স্বপ্ন দেখত। পাকিস্তানের এই বর্বরোচিত এবং অনৈতিক। আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে সমর্থন করি। দেশের মর্যাদা সবার আগে। রশিদের মতো অন্যান্য আফগান ক্রিকেটাররাও শোকপ্রকাশ করে পাক হানার তীব্র নিন্দা করেছেন। এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড আবার জানিয়েছে, আফগানিস্তান সরে দাঁড়ালেও, যথাসময়ে ত্রিদেশীয় সিরিজ হবে।

Latest article