পুলিশি তৎপরতায় ভুয়ো কলসেন্টারের পর্দাফাঁস, ধৃত ৮

Must read

পুলিশি তৎপরতায় ভুয়ো কলসেন্টারের পর্দাফাঁস। চক্রের পাণ্ডা-সহ গ্রেফতার আটজন। মধ্য কলকাতার বউবাজার অঞ্চলের এই কলসেন্টারের বিরুদ্ধে এর আগেও পুলিশে অভিযোগ জমা পড়েছিল। তদন্তে নেমে লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার কর্তারা ওই ভুয়ো কল সেন্টারে হানা দেয়। কল সেন্টার থেকে সাতজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা হয়। তাদের জেরা করে এই চক্রের পাণ্ডার খোঁজ মেলে। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। জেরায় ধৃতেরা জানিয়েছে, এ-রাজ্য ও ভিন রাজ্যের বাসিন্দাদের ফোন করে বাড়িতে মোবাইল টাওয়ার বসানোর টোপ দিত তারা। টাওয়ার বসালে ভাড়া বাবদ প্রচুর টাকা রোজগার হবে। রাজি হয়ে গেলে তার কাছ থেকে ৫ হাজার টাকা চাওয়া হত। টাকা পেয়ে গেলেই যোগাযোগ বন্ধ করে দিত জালিয়াতরা। এভাবেই কলকাতা-সহ গোটা রাজ্য এমনকী, ভিন রাজ্যের বাসিন্দাদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। ঘটনায় আরও কারা যুক্ত এখন তার খোঁজ করছে পুলিশ।

আরও পড়ুন: শেষ দফাতেও বিজেপির দফারফা, তৃণমূল ৯-এ ৯

Latest article