নির্মম! ‘বেটি বাঁচাও বেশি পড়াও’ স্লোগানের মাঝেই অসমের (Assam) ডিব্রুগড়ে ৮ বছরের শিশুকন্য়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। ডিব্রুগড়ের একটি চা বাগানে এই অমানবিক ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশের তরফে জানা গিয়েছে, নামরূপ থানার অন্তর্গত কাচারি পাথারে ওই চা বাগানে শনিবার জ্বালানি কাঠ সংগ্রহ করতে বেরিয়েছিল শিশুটি। একা পেয়ে তাঁর ওপর রীতিমত নারকীয় অত্যাচার চালায় অভিযুক্ত। এখানেই শেষ নয়, এরপর শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়। প্রমান লোপাট করতে এরপর এলাকারই একটি নর্দমায় দেহ ফেলে ঘাস ও খড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন-আমেরিকা থেকে পরমাণু অস্ত্র হামলার হুমকি পাক সেনাপ্রধানের
প্রসঙ্গত, বেশ কিছুক্ষন শিশুটি বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা তাঁকে খুঁজতে বের হয়। কোথাও না পেয়ে অবশেষে তাঁরা পুলিশে খবর দেয়। অনেক খোঁজাখুঁজির পর রাত ৮টা ৪০ নাগাদ দেহ নজরে আসে। অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও স্থানীয়রা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তি নিজের মাকে খুনের অভিযোগে আগেও ১৪ বছর জেলে খেটেছে। বছর তিনেক আগে ছাড়া পেয়ে আবার সেই একই পথে পা বাড়াল সে। নামরূপের ডিএসপি প্রসেনজিৎ দাস জানান, অভিযুক্ত পুলিশি হেফাজতে আছে। পকসো আইন এবং বিএনএসের অন্যান্য প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু ফের একবার এখানেই বিজেপি রাজ্যে নারী ও শিশুদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।