মর্মান্তিক! প্রাকৃতিক দুর্যোগে বিহার-উত্তরপ্রদেশে মৃত ৮০

Must read

বিহার এবং উত্তরপ্রদেশে প্রবল ঝড়-বৃষ্টিতে (Rain-Lightning) মৃত্যু হয়েছে ৮০ জনের। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে প্রবল ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলছেই এই দুই রাজ্যের বিভিন্ন এলাকায়।

গত ২৪ ঘণ্টায় বিহারে মৃত্যু হয়েছে ৫৮ জনের। উত্তরপ্রদেশে প্রাকৃতিক দুর্যোগের জেরে (Rain-Lightning) প্রাণ গিয়েছে আরও ২২। ঝড়-বৃষ্টিতে গাছ ভেঙে, বাড়ির দেওয়াল চাপ পড়ে মৃত্যু সঙ্গে বজ্রপাতে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। ঝড়-বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত গয়া, ভোজপুর, পাটনা, গোপালগঞ্জ, মুঙ্গের, সমস্তিপুর, জেহানাবাদ, মুজফ্ফরপুর, আরারিয়া এবং বেগুসরাই।

আরও পড়ুন- চাঙ্গা দালাল স্ট্রিট! ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটিও ঊর্ধ্বমুখী

ঝড়-বৃষ্টি-বজ্রপাতের তাণ্ডবের মধ্যে আবহাওয়া দফতর আগামী ৪৮ ঘণ্টাতেও বিহারে মুষলধারে বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে। জারি হয়েছে সতর্কতা। জানানো হয়েছে, খুব প্রয়োজন না হলে ঝড়ের সময়ে যাতে কেউ না বাইরে বের হয়।

উত্তরপ্রদেশে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু ২২ জনের তার মধ্যে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১৩ জন। বাকিদের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে। এ রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, কানপুর, ফতেহপুর, ফিরোজাবাদ, কনৌজ, সনৎ কবীর নগর, সীতাপুর, সিদ্ধার্থনগর, আজমগড়, অমেঠি, বারাবাঁকি এবং বালিয়াতে।

Latest article