এক মাসেই শেষ ৮০% কাজ

পুরসভাগুলির কাজ দেখভালে অবজার্ভার নিয়োগ হয়েছে। হাবড়া স্টেট জেনারের হাসপাতাল চত্বরের জমি দখলমুক্ত করা হয়েছে।

Must read

সুমন তালুকদার, বারাসত : কাজ ফেলে রাখার পক্ষপাতী নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যমগ্রামে জেলার প্রশাসনিক বৈঠকে তাঁর নির্দেশের এক মাসের মধ্যেই প্রায় ৮০ শতাংশ কাজ শেষ করে ফেলেছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। বাকি কাজও অল্পদিনের মধ্যেই শেষ হবে বলে দাবি প্রশাসনের। উল্লেখ্য, গত ১৭ নভেম্বর মধ্যমগ্রামের নজরুল মঞ্চে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-দিঘায় দশ বছরে রেকর্ড ভিড়

সাধারণ মানুষের চাহিদা ও পরিষেবার কথা মাথায় রেখে সভা চলাকালীনই আমডাঙা গ্রামীণ হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পাঠিয়ে ইঙ্গিত দিয়েছিলেন কোনও কাজ ফেলে রাখা যাবে না। মানুষের চাহিদামতো সব কাজ দ্রুত সারতে হবে। জেলাশাসক সুমিত গুপ্তা জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশমতো জেলা জুড়ে ইতিমধ্যে বাস পরিষেবা চালু হয়েছে। বোদাই ও তারাবেড়িয়া পঞ্চায়েতে বোর্ড গঠন না হওয়ায় প্রশাসক বসিয়ে উন্নয়নকাজ শুরু হয়েছে।

পুরসভাগুলির কাজ দেখভালে অবজার্ভার নিয়োগ হয়েছে। হাবড়া স্টেট জেনারের হাসপাতাল চত্বরের জমি দখলমুক্ত করা হয়েছে। নতুন বছরের শুরুতেই বনগাঁ-বসিরহাট সীমান্তে কার পার্কিং জোনে রাজস্ব আদায় চালু হবে। চাকলা ও কচুয়ায় লোকনাথ মন্দিরের কাজ চলছে। মতুয়া ওয়েলফেয়ার কমিটিকে অ্যাম্বুল্যান্স দেওয়া হবে শীঘ্রই। বাদুড়িয়ার লক্ষ্মীনাথপুর সেতুর কাজ চলছে।

Latest article