৮০০ ওষুধের দাম বাড়ছে! নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের

Must read

নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। পয়লা এপ্রিল থেকে বাড়ছে অতি প্রয়োজনীয় অ‌্যান্টিবায়োটিক, পেইনকিলার-সহ প্রায় ৮০০টি ওষুধের (Medicines) দাম। নির্বাচনী বন্ডের নামে বিজেপির তহবিলে অনেক টাকা ঢেলেছে দেশের গুরুত্বপূর্ণ ওষুধ কোম্পানিগুলি। টাকার বিনিময়ে ব্যবসায়িক সুবিধাভোগের এই জঘন্য চক্রান্তের ফল ভুগছেন সাধারণ মানুষ। লাফিয়ে দাম বাড়তে চলেছে জরুরি ওষুধগুলির।

জাতীয় ওষুধ মূল্য নির্ধারণকারী সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ৮০০টি ওষুধের (Medicines) দাম বাড়ার কথা জানিয়েছে। দিন কয়েক আগে ফার্মা সংস্থাগুলি শাসকদল বিজেপির নির্বাচনী বন্ডে প্রায় ৯০০ কোটি টাকা দিয়েছে বলে জানা গিয়েছে। সেই টাকাই ঘুরপথে তোলার জন্যই ওষুধের দাম বাড়ানো হয়েছে বলে মনে করছে ওয়াকিবহলমহল।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, সিলিন্ডার ফেটে মৃত্যু তিন শিশু-সহ ৪ জনের

গত বছরেই ওষুধের দাম ১২ শতাংশ করে বেড়েছে। ২০২২ সালে বেড়েছিল ১০ শতাংশ করে। ওষুধের এই দাম বৃদ্ধির ফলে মধ্যবিত্তের মাথায় ফের নতুন করে বোঝা চাপল।

Latest article