বৃষ্টি, বন্যা, ধস, মৃত্যু অব্যাহত হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে (Himachal pradesh- Uttarakhand)। একনাগাড়ে বৃষ্টির জেরে বিধ্বস্ত দুই রাজ্যই। বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জন। আহত বহু। টানা সাতদিন ধরে এই দুই রাজ্যে চলছে বৃষ্টি। উদ্ধারকার্য চলছে। হিমাচল প্রদেশে (Himachal pradesh- Uttarakhand) উদ্ধারকাজে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী নামানো হয়েছে। বায়ুসেনার হেলিকপ্টারের মাধ্যমেও জলে ডুবে যাওয়া এলাকা থেকে উদ্ধারকাজ করছে সেনাবাহিনী।
এদিকে পাঞ্জাবেও হড়পা বান নেমেছে। মৌসম ভবন আগামী কয়েকদিনও হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। টানা ভারী বৃষ্টির জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশ। রবিবার থেকে এই পাহাড়ি রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি অব্যাহত। বৃষ্টি হয়েছে, সিমলা সহ বেশ কয়েকটি জেলায়। ভয়াবহ ধস নেমেছে সিমলা, ফাগলি ও কৃষ্ণানগরে।
আরও পড়ুন- যাদবপুরে রাতভর ঘেরাও ডিন অফ স্টুডেন্টস, দাবি পদত্যাগের
রাজ্য় ইমার্জেন্সি অপারেশন সেন্টারের রিপোর্ট অনুযায়ী, গত জুন মাস থেকে চলতি বর্ষার মরশুমে বৃষ্টি ও ধসের কারণে হিমাচল প্রদেশে ২১৪ জনের মৃত্য়ু হয়েছে। নিখোঁজ ৩৮। এখনও সামার হিলস ও কৃষ্ণানগরে উদ্ধারকাজ চলছে। সামার হিলস থেকে ১৩ জন, ফাগলি থেকে ৫ জন, কৃষ্ণানগর থেকে ২ জনের দেহ উদ্ধার হয়েছে। সামার হিলসে যে মন্দির ভেঙে পড়েছিল, তার নীচে এখনও পুণ্যার্থীদের দেহ চাপা পড়ে রয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে। এদিকে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি, ধসের জেরে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।