মুখ্যমন্ত্রীর চাপে মাথানত কেন্দ্রের ৮১৪ কোটি রাজ্যের

মুখ্যমন্ত্রীর চাপের কাছে মাথা নত করল কেন্দ্র। জিএসটি ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারকে আরও ৮১৪ কোটি টাকা অনুমোদন করল কেন্দ্র

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর চাপের কাছে মাথা নত করল কেন্দ্র। জিএসটি ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারকে আরও ৮১৪ কোটি টাকা অনুমোদন করল কেন্দ্র। এটাই কেন্দ্রের কাছ থেকে রাজ্যের জিএসটি ক্ষতিপূরণ বাবদ শেষ প্রাপ্য টাকা। ২০১৭ সালে ১ জুলাই জিএসটি লাগু হওয়ার সময় কেন্দ্রের তরফ থেকে সব রাজ্য সরকারকে বলা হয়েছিল, ৫ বছর জিএসটি বাবদ ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ী ২০২২–এর জুন মাসে ক্ষতিপূরণ বাবদ টাকা পাওয়ার কথা রাজ্যগুলির।

আরও পড়ুন-বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

সেই টাকাই শুক্রবার অনুমোদন করল কেন্দ্র। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য কেন্দ্র সরকার মোট ১৭ হাজার কোটি টাকা অনুমোদন করেছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য ৮১৪ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে ইতিমধ্যেই অনুরোধ করেছেন আরও তিন থেকে পাঁচ বছর জিএসটি বাবদ ক্ষতিপূরণ সব রাজ্যকে দেওয়া হোক। মুখ্যমন্ত্রীর বক্তব্য, অতিমারির কারণে গত ২ বছর অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে রাজ্যগুলি। সেভাবে কর আদায়ও হয়নি। এই কারণেই কেন্দ্রের কাছে এই অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্য উপদেষ্টা অমিত মিত্র মনে করেন, অন্তত তিন বছর আরও জিএসটি বাবদ ক্ষতিপূরণ দেওয়া হোক।

Latest article