একবছরে ৮৫ হাজার ভিসা বাতিল মার্কিনমুলুকে

মাত্র এক বছরের মধ্যে ৮৫ হাজার ভিসা বাতিল করে দিল মার্কিন প্রশাসন। বাতিলের তালিকায় ৮ হাজারেরও বেশি শিক্ষার্থীদের ভিসা।

Must read

ওয়াশিংটন : ট্রাম্পের অভিবাসন নীতির পরিণতি। মাত্র এক বছরের মধ্যে ৮৫ হাজার ভিসা বাতিল করে দিল মার্কিন প্রশাসন। বাতিলের তালিকায় ৮ হাজারেরও বেশি শিক্ষার্থীদের ভিসা। গত বছরে যত পড়ুয়ার ভিসা বাতিল করা হয়েছিল, এবারের সংখ্যাটা তার দ্বিগুণ বলে জানা গিয়েছে। এই ঘটনায় বিস্মিত এবং ক্ষুব্ধ শিক্ষামহল।

আরও পড়ুন-ডোনাল্ড ট্রাম্পের নিশানায় এবার ভারতীয় চাল ও কানাডার সার

এক্স হ্যান্ডেলে মার্কিন বিদেশ দফতরের পোস্টে ট্রাম্পের ছবি দিয়ে লেখা হয়েছে, আমেরিকাকে আবার নিরাপদ করে তুলুন। কিন্তু আশ্চর্যের বিষয়, ভিসা বাতিলের অন্যতম প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, চুরি-ছিনতাই এবং অন্যান্য অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত থাকার জন্য বাতিল করা হয়েছে সবচেয়ে বেশি সংখ্যার ভিসা। এখানেই শেষ নয়, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাজা নিয়ে বিক্ষোভোও বহু বিদেশি পড়ুয়ার ভিসা বাতিলের আসল কারণ বলে জানা গিয়েছে। দেশেও পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁদের। শুধু তাই নয়, বিদেশি পড়ুয়াদের ভিসা বাতিলের আরও একটা কারণ,ইহুদি বিদ্বেষ। কিছু বিদেশি পড়ুয়া যেভাবে বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীর সমর্থনে পথে নেমেছে, তাও মোটেই ভালোভাবে নেয়নি ট্রাম্প প্রশাসন। ভিসা বাতিল করে দেওয়া হয়েছে তাঁদেরও। জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরাই। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দফতরের অবশ্য যুক্তি, ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি বিশেষ গুরুত্ব দিয়েছে জাতীয় নিরাপত্তার বিষয়ে। সেই কারণেই ভিসার অনুমোদনের আগে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে যাচাই-বাছাইতে।

Latest article