স্বচ্ছ ভারত মিশন প্রকল্প : রাজ্যকে ৮৬০ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

Must read

প্রতিবেদন : ফের কেন্দ্রের অর্থ বরাদ্দ রাজ্যকে। ‘স্বচ্ছ ভারত মিশন’ (Swachh Bharat Mission) প্রকল্পে রাজ্যকে আরও ৮৬০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। রাজ্যের নগরোন্নয়ন দফতরকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। মূলত ওয়েস্ট ম্যানেজমেন্ট-সহ একাধিক কর্মসূচি কেন্দ্রের এই প্রকল্পের মধ্যে পড়ে। রাজ্যের তরফে কেন্দ্রকে এই প্রকল্পে টাকা দেওয়ার জন্য বারবার দাবি করা হয়েছিল। রাজ্যের দাবি মেনে কেন্দ্র প্রাথমিকভাবে রাজ্যকে এই অর্থ বরাদ্দ করল। রাজ্যে এই প্রকল্প ‘নির্মল বাংলা অভিযান’ প্রকল্প নামে পরিচিত। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে এই প্রকল্পে অর্থ খরচ হলেও পুরসভাগুলির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। গত আর্থিক বছরের তুলনায় এই প্রকল্পে কেন্দ্র এবার দেড় গুণ বেশি টাকা বরাদ্দ করল।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ মেগা বৈঠক

Latest article