৮৭! বিশ্বকাপে বড় হার শেফালিদের, অনূর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেট

প্রথমে ব্যাট করে ১৮.৫ ওভারে ৮৭ রানে অল আউট হয়ে গেলেন শেফালি ভার্মারা। এরপর সাত উইকেটে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া।

Must read

কেপটাউন, ২১ জানুয়ারি : অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপে সুপার সিক্সের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাঁড়াতেই পারল না ভারত। গ্রুপ পর্বে ভাল খেললেও অস্ট্রেলীয়দের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ ভারতীয় ব্যাটাররা। প্রথমে ব্যাট করে ১৮.৫ ওভারে ৮৭ রানে অল আউট হয়ে গেলেন শেফালি ভার্মারা। এরপর সাত উইকেটে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন-ভারতের মরণ-বাঁচন ম্যাচ ছিটকে গেলেন হার্দিক, নিউজিল্যান্ডকে আজ হারালেই শেষ আটে

প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ৮৭ রান তোলে ভারত। ওপেনার শ্বেতা সেরাওয়াত সর্বোচ্চ ২১ রান করেন। অধিনায়ক শেফালিও (৮) ব্যর্থ হয়েছেন। ঋষিতা বসু (১৪) ও তিতাস সান্ধু (১৪) শেষদিকে লড়াই করলেও ভারতের ধ্বস আটকাতে পারেননি। অস্ট্রেলিয়ার সিনা জিনজার ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে ১৩.৫ ওভারে ৩ উইকেটে ৮৮ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ক্লারে মোরে ২৫ ও স্মিথ ২৬ রান করে অপরাজিত থাকেন। একসময় ৩৭ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। কিন্তু এই সময় আরও চাপ দিতে পারেননি ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়ার বাকি উইকেট ফেলতে ব্যর্থ হয়েছেন সোনম যাদবরা।

Latest article